নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- আজও কি প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন অধরা থাকবে?
কারণ, সূত্রের খবর, এখনও পর্যন্ত ফুলবাগানের কাছে একটি বেসরকারি হাসপাতালে এইচ ডি ইউ তে ভর্তি আছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর পেসমেকার বদল করার প্রয়োজন রয়েছে বলে মেডিকেল রিপোর্টে জানিয়েছে ফুলবাগানের ওই বেসরকারি হাসপাতাল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের অ্যাঞ্জিওগ্রাফি টেস্ট করানোর প্রয়োজন রয়েছে তাঁর হার্টের অবস্থা খতিয়ে দেখার জন্য। ইতিমধ্যেই একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে তাঁর জন্য। রিপোর্ট আসলে ওই বোর্ড সিদ্ধান্ত নেবে পেসমেকার কবে বদল করা হবে সেই সংক্রান্ত বিষয়ে। সুতরাং, আজও অনুপস্থিত থাকছেন সুজয়কৃষ্ণ ভদ্র। গত শুনানিতে সমস্ত অভিযুক্তদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও সেদিন অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর আইনজীবী সোমনাথ সান্যাল আদালতকে জানিয়েছিলেন, তাঁর মক্কেল প্রেসিডেন্সি জেল থেকে আসার পথে অজ্ঞান হয়ে যান। তাঁর হার্টে সমস্যা হয়েছে। পেমেকারের ব্যাটারির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তাই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর, সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেইদিনই তাঁকে বি এম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে তাঁকে ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মূলতঃ সুজয়কৃষ্ণ ভদ্রের অনুপস্থিতির কারণেই সেদিন আদালত রায় দান স্থগিত রাখে। আজও কি তবে, স্থগিত থাকবে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় ১৬ অভিযুক্তের অব্যহতির পিটিশনের রায় দান? এই মামলার শুনানি শুরু হওয়ার কথা আজ দুপুর দুটোয়। তার আগেই সুজয়কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট নিয়ে ফের তৈরী হয়েছে জল্পনা।