নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- আবারও আত্মহত্যা মেট্রো লাইনে। সোমবার ঘটনাটি ঘটেছে চাঁদনি চক স্টেশনে। মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। মর্মান্তিক ঘটনার জেরে ব্যাহত ব্লু লাইনে মেট্রো পরিষেবা। বেলা ১২:৩০ নাগাদ এই আত্মহত্যার ঘটনা ঘটে। অফিস টাইমে এই ঘটনার জেরে রীতিমত ভোগান্তি যাত্রীদের।
জানা গিয়েছে, ট্রেনটি দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল। তখনই ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার জেরে ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ এবং ডাউন দুই লাইনেই পরিষেবার ব্যাঘাত। পর পর ট্রেন দাঁড়িয়ে পড়েছে। ঘটনার পর দ্রুত স্টেশন খালি করে দেওয়া হয়। তাঁকে উদ্ধার করতে তৃতীয় লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এখন দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক ও ময়দান থেকে কবি সুভাষ মেট্রো চলছে। বিপাকে বহু যাত্রী। মেট্রো রেল সূত্রে খবর, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে মেট্রোতে আত্মহত্যার ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার মেট্রোতে আত্মহত্যার চেষ্টা করেছেন বহু ব্যক্তি। সিসিটিভির নজরদারি থেকে রেল পুলিশের সুরক্ষা কোনো কিছুই কাজে আসছে না। আগামী দিনে সমস্ত মেট্রো স্টেশনে গার্ডরেল বসানোর পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। বারবার মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ।