নিজস্ব প্রতিনিধি: জানুয়ারি মানেই শীতের আমেজ। নতুন বছরের প্রথম মাসে আবহাওয়ার পরিবর্তন নিয়ে সকলের কৌতূহল থাকে তুঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে, তবে শীতের আমেজ বজায় থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
৭ জানুয়ারি, মঙ্গলবার, দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ার জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শীতের আমেজ বজায় থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিক। আজ আকাশ পরিষ্কার থাকবে ।
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের কিছু অংশে বৃষ্টি বা তুষারপাত হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময় রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। উত্তরবঙ্গেও ১৩ জানুয়ারি পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে সেখানেও তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
৮ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ১২ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এই কয়েকদিন কলকাতার আকাশ থাকবে মেঘমুক্ত।