নিউজ পোল ব্যুরো: টলিপাড়ায় ভাঙা-গড়ার ঘটনা নতুন কিছু নয়। স্টুডিয়োপাড়ার অলি গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে, ছোট পর্দার জনপ্রিয় এক লেখিকার পরিবারের সম্পর্ক নাকি টলমল করছে। যাঁর লেখায় প্রতিদিন উঠে আসে সুখী সংসারের গল্প, সম্পর্কের বন্ধনের কথা, সেই লেখিকার নিজের সংসারেই নাকি দেখা দিয়েছে ভাঙনের সুর।
লেখিকার পুত্র ও পুত্রবধূ নাকি ডিভোর্সের দিকে এগোচ্ছেন। যদিও এই বিষয় প্রকাশ্যে এখনও কেউ মুখ খোলেন নি। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে জানা যাচ্ছে, লেখিকার ছেলে যিনি ছোট পর্দার এক বিখ্যাত পরিচালক তিনি নাকি বর্তমানে শহরের বাইরে এক টলিউড অভিনেত্রীর সঙ্গে বসবাস করছেন। সেই অভিনেত্রীও ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ।
লেখিকার পুত্রবধূ, যিনি নিজেও একজন অভিনেত্রী, তাঁর সঙ্গে অনেক দিন ধরেই নাকি বিবাহিত জীবনে অশান্তি চলছে পরিচালকের। এই দম্পতি এরইমধ্যে ডিভোর্সের আবেদন করেছেন। তবে এখনও সেই প্রক্রিয়া শেষ হয়নি। তাঁদের মধ্যে দূরত্ব এতটাই বেড়েছে যে লেখিকার পুত্র নাকি এরইমধ্যে দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট স্ত্রীর নামে লিখে দিয়েছেন।
ইন্ডাস্ট্রিতে ভাঙা-গড়ার গল্প চলতেই থাকে। তবে এমন ঘটনা যখন জনপ্রিয় লেখিকার পরিবারে ঘটে, তখন তা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সূত্রের খবর, ডিভোর্স প্রক্রিয়া চূড়ান্ত হতে আরও ছ’মাস সময় লাগবে। এর মধ্যেই টলিপাড়ার বাতাসে ভেসে বেড়াচ্ছে নানা রকমের আলোচনা। সমালোচকেরা বলছেন, এই ভাঙনের আভাস অনেক দিন আগেই পাওয়া গিয়েছিল। তবু এ নিয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে রাজি নন। লেখিকার পরিবারও এই বিষয়ে ‘স্পিকটি নট’ অবস্থান বজায় রেখেছে। তবে টলিপাড়ার অলিগলি যে এই খবর নিয়ে সরগরম, তা অস্বীকারের জায়গা নেই।