গঙ্গায় এবার ব্যাটারি চালিত লঞ্চ

কলকাতা জেলা দেশ প্রযুক্তি রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- দূষণ এখন সারা পৃথিবীর একটা বড় সমস্যা। যে সমস্যার থেকে সকলেই বাঁচার জন্য প্রতিদিন কতকিছুই না করে চলেছেন। তারপরেও নিস্তার নেই এই দূষণের হাত থেকে,এবার দেরীতে হলেও চোখ খুলল পশ্চিমবঙ্গ সরকারের। রাস্তায় আগেই নেমেছে ইলেকট্রিক বাস, পথে নেমেছে টোটো আর এবার গঙ্গার জলে নামতে চলেছে ইলেকট্রিক লঞ্চ। পরিবহন দফতরের পক্ষ সূত্রে খবর, এই প্রস্তাব দিয়েছিল গার্ডেনরিচ শিপ ইয়ার্ড। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের এই সংস্থা তৈরী করবে এই লঞ্চ।
রাজ্য সরকার ও জিআরএসই-র মধ্যে আগেই চুক্তি সাক্ষরিত হয়েছিল। এখন যো সব লঞ্চ গঙ্গার বুকে চলাচল করে তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এই ইলেকট্রিক ভেসেল ব্যবহার করা হবে জাতীয় জলপথেও যা চলবে হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত। এই লঞ্চটি হবে ২৪ মিটার লম্বা যেখানে প্রায় ১৫০ জন যাত্রী ধারণের ক্ষমতা থাকবে। এই লঞ্চে সোলার প্যানেল বসানোর জায়গাও থাকবে যার মাধ্য়মে শক্তি সঞ্চয় করতে পারবে এই লঞ্চ। কলকাতা সহ রাজ্যের ছয় জেলার নটি জেটি থেকে চলবে এই লঞ্চ,প্রাথমিক পর্যায়ে ২২টি ইলেকট্রিক লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েঠে রাজ্য সরকার,যার ডিজাইন করেছেন জি আএসই-র এঞ্জিনিয়ররা। বিশ্বব্যাঙ্কের সহায়তায় এবার ব্যাটারি চালিত লঞ্চ চলবে গঙ্গা সহ রাজ্যের বিভিন্ন নদীতে। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স ৬ কোটি টাকা ব্য়য়ে ১৫০ জন যাত্রী বহনক্ষমতা সম্পন্ন একটি ব্যাটারি চালিত লঞ্চ তৈরী করেছে। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই ওই বৈদ্যুতিক জলযানটি বাবুঘাট থেকে হাওড়া, বেলুড়মঠ, দক্ষিণেশ্বরের মধ্যে চলাচল করবে বলে রাজ্য পরিবহন দফতর সূত্রে খবর।