নিউজ পোল ব্যুরো: শুধু ব্লেজার পড়ে বাড়ি পাঠাতে বাধ্য করলেন প্রিন্সিপাল! দশম শ্রেণীর পরীক্ষার শেষ দিনে একে অপরের জামায় শুভেচ্ছা বার্তা লিখে দিয়েছিল ঝাড়খণ্ডের ধানবাদের এক বেসরকারি কুলের পড়ুয়ারা। এই বার্তা লেখার জন্য ৮০ জন পড়ুয়াকে শুধু ব্লেজার পড়ে বাড়ি পাঠাতে বাধ্য করলেন স্কুলের প্রিন্সিপাল। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ধানবাদ জুড়ে।জানা গিয়েছে, শুক্রবার ওই স্কুলে দশম শ্রেণীর শেষ পরীক্ষা ছিল।
দীর্ঘদিন একে অপরের সঙ্গে দেখা হবে না বলে আবেগপ্রবণ হয়ে নিজেদের বন্ধুর জামায় শুভেচ্ছা বার্তা লিখে দিয়েছিল শিক্ষার্থীরা। আর এমন ঘটনাতে কিছু অস্বাভাবিক ঘটল। প্রিন্সিপালের নজরে আসতেই বিষয়টি অন্যরূপ আকার ধারণ করে। তিনি এটিকে বিশৃঙ্খলা বলে মনে করেন এবং কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রিন্সিপালকে অনেক অনুরোধ করার পরেও অনুরোধ না শুনে ৮০ জন পড়ুয়াকে তখনই সেই শার্ট খুলে দেওয়ার নির্দেশ দেন এবং বলেন শুধু ব্লেজার পরে বাড়ি যেতে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুলিশ এবং জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছে অভিভাবকরা। এই ঘটনা ধানবাদ শহর এবং রাজ্যজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধানবাদের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ৪ সদস্যের একটি দল গঠন করা হয়েছে এবং উচ্চপর্যায়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।