নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভুল স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যু ঘিরে সরগরম রাজ্য। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে আজ স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এসএসকেএম হাসপাতালে জরুরী বৈঠক করেন স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের প্রতিনিধি দল।মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মামনি রুইদাসের মৃত্যু হয়েছে। পৃথিবীর আলো দেখা মাত্রই নবজাতক মাতৃহারা।
নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে গর্ভবতীর মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন আরও চার মহিলা। এই আবহে এই আজ বৈঠকে ১৩ সদস্যের প্রতিনিধি দল। এই ১৩ সদস্যের প্রতিনিধিদল আগামীকাল ফাইনাল রিপোর্ট দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম। স্বাস্থ্য সচিব জানান যে রোগীরা এখন অসুস্থ হয়ে ভর্তি তাদের চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আরো ভালো কি পরিষেবা দেওয়া যেতে পারে ফাইনাল রিপোর্ট পাওয়ার পরেই তার সিদ্ধান্ত নেওয়া হবে।এই কমিটির আরও একটি অন্যতম সদস্য কলকাতা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষ জানান, সমস্ত হাসপাতালে এই স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু স্যালাইন নাকি অন্য কোন ফ্যাক্টর রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ড্রাগ টেস্টিং রিপোর্ট এলেই তা বোঝা যাবে। পাশাপাশি অবস্থা বুঝে মেদিনীপুর হাসপাতালে ভর্তি থাকা রোগীদের এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে।