নিজস্ব প্রতিনিধিঃ- রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার কাজে গতি আনতে রাজ্য সরকার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Credit card) প্রকল্পটি আরো ছড়িয়ে দিতে চায়। এরই অঙ্গ হিসেবে এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্র থেকেই ওই প্রকল্পের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Dooars: কিউ আর কোডে ডুয়ার্স ভ্রমণ
বর্তমানে শিল্পের সমাধান শিবির থেকে এবং অনলাইনে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের (Credit card) জন্য আবেদন করা যায়। তবে শিল্পের সমাধান শিবির নিয়মিত না হওয়ায় এবং অনলাইন প্রক্রিয়ায় সড়গড় না হওয়ায় অনেক আগ্রহী প্রার্থী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তাই চলতি মাসের শেষের দিকে রাজ্যের সাড়ে তিন হাজার বিএসকে থেকে এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। বর্তমানে গোটা রাজ্যে ৩৫৬১টি বিএসকে চলছে। নতুন করে আরও ১৪৩১টি চালু হবে বলে খবর। ফলে ব্যবসা শুরুর জন্য ঋণ পাওয়ার ক্ষেত্রে মানুষকে আর কোনওরকম ঝক্কি সামলাতে হবে না বলেই আশাবাদী প্রশাসনের কর্তারা।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
উল্লেখ্য যুবক-যুবতীদের নিজস্ব ব্যবসা শুরু করায় উৎসাহ দিতে রাজ্য সরকার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করেছে। এর মাধ্যমে নিজস্ব ব্যবসা শুরু করার জন্য রাজ্য সরকারের গ্যারান্টিতে ব্যাঙ্ক থেকে সহজ শর্তে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। এখনও পর্যন্ত ৩২ হাজারের বেশি উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।
https://www.youtube.com/@newspolebangla
রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার কাজে গতি আনতে রাজ্য সরকার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Credit card) প্রকল্পটি আরো ছড়িয়ে দিতে চায়। এরই অঙ্গ হিসেবে এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্র থেকেই ওই প্রকল্পের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।