৪ সন্তানের জন্ম দিলেই ১ লাখ!

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: আবার বিতর্কিত মন্তব্য। চারটে সন্তানের জন্ম দিলেই মিলবে এক লক্ষ টাকা! জানালেন মধ্যপ্রদেশের পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি বিষ্ণু রাজোরিয়া। প্রকাশ্যে তাঁর এই মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে।

মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা পান এই পণ্ডিত। তাঁর কথার যে গুরুত্ব আছে তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে তাঁর বক্তব্যে সমাজে গ্রহণযোগ্যতাও রয়েছে। সেই বিষ্ণু রাজোরিয়া বলেছেন, রাজ্যের কোন ব্রাহ্মণ পরিবারে ৪টি সন্তান হলেই দেওয়া হবে ১ লক্ষ টাকা। স্বভাবতই পণ্ডিত রাজোরিয়ার এমন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে।

রবিবার মধ্যপ্রদেশের পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি বিষ্ণু রাজোরিয়া জানান, ‘দেশে ধর্মদ্রোহীদের সংখ্যা বাড়ছে। ভবিষ্যৎ প্রজন্মের সুরখ্যার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণ দম্পতিরা এখন এক সন্তানের জন্ম দিয়েই থেমে থাকেন। এটা সমস্যার। অন্তত চারটি সন্তান নেওয়ার অনুরোধ জানাচ্ছি আপনাদের।’ এরপরই ইন্দোরের এক অনুষ্ঠানে তিনি বলেন,’ চারটে সন্তান দম্পতিদের দেওয়া হবে এক লক্ষ টাকা। তাঁর আশ্বাস ছিল, আমি বোর্ডের সভাপতি থাকি না থাকি এই পুরস্কার দেওয়া হবেই।’

স্বাভাবিকভাবেই রাজোরিয়ার এই মন্তব্যে বিতর্কের দানা বেঁধেছে। কংগ্রেসের মুকেশ নায়ক বলেছেন, ‘রাজোরিয়ার বক্তব্য পুনর্বিবেচনা করা দরকার। সে একজন শিক্ষিত মানুষ এবং আমার বন্ধু, আমি তাঁর সাথে একমত যে জনসংখ্যা বৃদ্ধি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সমস্যা গুলির মধ্যে একটি কিন্তু যত কম সন্তান থাকবে , তত শিক্ষা নিশ্চিত সহজ হবে।’