শীতে ফের স্থগিত! পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস

কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি: মকর সংক্রান্তিতে উষ্ণতার ছোঁয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার রাতের তাপমাত্রা সামান্য বাড়ছে। গত কয়েক দিনের তুলনায় রাতের পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। যদিও দিনের তাপমাত্রা আপাতত ২৫ থেকে ২৬ ডিগ্রির মধ্যে স্থিতিশীল থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হয়েছে, যা ১৭ জানুয়ারি পর্যন্ত সক্রিয় থাকবে। ঝঞ্ঝার প্রভাব কাটলেই উত্তুরে হাওয়া আবার স্বমহিমায় ফিরবে। এর ফলে, ১৮ জানুয়ারি শনিবার থেকে রাজ্যে ফের শীতের দাপট দেখা যাবে। ১৮-২০ জানুয়ারি জাঁকিয়ে শীতের আমেজ প্রত্যাশিত।

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে বৃষ্টি বা ঘন কুয়াশার কোনও সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। দিনভর পরিষ্কার আকাশ থাকবে এবং দৃশ্যমানতা প্রায় ৫০০ মিটারের কাছাকাছি থাকবে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কুয়াশার ঘনত্ব বেশি থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকাগুলিতে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নামতে পারে।

দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী ৭২ ঘণ্টায় রাজ্যে বড় ধরনের শীতের সম্ভাবনা নেই। রাতের দিকে এবং ভোরবেলা হালকা আরামদায়ক শীতের অনুভূতি থাকবে। তবে শনিবার ১৮ জানুয়ারি থেকে শীতের আরেকটি স্পেল শুরু হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের এই ইনিংস কতটা শক্তিশালী এবং স্থায়ী হবে, তা এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং দিনের তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রির মধ্যে থাকবে। তবে সপ্তাহের শেষে ফের শীতের কামব্যাকের সম্ভাবনা প্রবল।