নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: পশ্চিমবঙ্গে ফুলের দেশ বলতে এতদিন আমরা পূর্ব মেদিনীপুরের ক্ষিরাইয়ের নাম জেনেছি। কিন্তু পচিমবঙ্গের বুকে আরও একটি ফুলের স্বর্গরাজ্য লুকিয়ে আছে সেটি অনেকেরই অজানা। জায়গাটির নাম চাপড়া, এটি নদিয়ার রানাঘাটে অবস্থিত। কলকাতা থেকে মাত্র ২ ঘন্টা দূরে অবস্থিত এই জায়গাটি। শিয়ালদহ স্টেশন থেকে শান্তিপুর বা কৃষ্ণনগরগামী যেকোন ট্রেনে চেপে পৌঁছে যাবেন রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে মাত্র ৬৫ কিমি দূরে অবস্থিত পশ্চিমবঙ্গের দ্বিতীয় ফুলের স্বর্গরাজ্য চাপড়া। রানাঘাট স্টেশন থেকে টোটোতে চেপে বসলেই পৌঁছে যাবেন চাপড়ার ‘ভ্যালি অফ ফ্লাওয়ার’এ।
এই শীতের মরসুমে আমাদের সকলেরই মনটা চায় ঘুরুঘুরু করতে। আর ফুল কে না ভালোবাসে। চলুন জেনে নেওয়া যাক একটা পুরো দিন কিভাবে কাটাতে পারবেন রং-বেরঙের ফুলের মাঝখানে——
চারিদিকে বিভিন্ন রকম ফুল আর তার মাঝে মৌমাছিদের গুঞ্জন। শীতের দিনে যদি ফুলের সৌন্দর্যে যদি চোখ জুড়োতে চান তাহলে ক্ষিরাইয়ের আদর্শ বিকল্প হল চাপড়া। এমনিতেই আজকাল ক্ষিরাইতে জনসমাগম বেশি হয়। এই ভিড় সামলাতে স্থানীয় মালিরা একটি নির্দিষ্ট পথ বেঁধে দিয়েছেন ভ্রমণের জন্য। অর্থাৎ ক্ষিরাইতে গেলে পছন্দের ফুলের কাছে পৌঁছতে একটু বেগ পেতে হবে। কিন্তু চাপড়ায় এখনও এমন বিধিনিষেধ আরোপ হয়নি। সরাসরি ফুলের খেতে নেমে ছবি,ভিডিও করা যায়। তবে একটাই শর্ত ফুল নষ্ট করা যাবে না।
চাপড়ার দিগন্ত বিস্তৃত গ্রাম যেখানে বিঘার পর বিঘা জুড়ে ফুলের চাষ হয়, যেমন- ডালিয়া, গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, টাইগার ফুল ইত্যাদি। পাশাপাশি রাস্তার ধরে বসে রঙবেরঙের ফুলের মার্কেট। কলকাতা থেকে অনেক কম পয়সায় এইসব ফুল পেয়ে যাবেন। কলকাতাতে যে গোলাপ ৪০ টাকা সেটি এখানে ৩ তাকে পেয়ে যাবেন। এছাড়া ৫ টাকায় জারবেলা ফুল, ২ টাকায় ডালিয়া ফুল তো রয়েছে। সকাল ১১ থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত স্থানীয়রা ফুলের বাজার চালান। এই চাপড়া অঞ্চলের বাসিন্দারা মূলত ফুল চাষের ওপর নির্ভর করে তাঁরা জীবিকা চালান। এখানে চাষকৃত ফুল নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, কলকাতা জেলার বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে।
‘বদন বাবুর’ বাগান নামেও একটি বিরাট ফুলের বাগান রয়েছে, যেখানে সরাসরি ফুল চাষের বিভিন্ন পদ্ধতি নিজের চোখে পর্যবেক্ষণ করতে পারবেন। শুধুমাত্র ঘোরার জন্য নয়, ফুলের বাগানের একপাশে পিকনিক করার জন্যও বন্দোবস্ত রয়েছে।পাশাপাশি এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালির মধ্যে রয়েছে একটি রিসর্ট, যেখানে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান যেমন- জন্মদিন পালন, এনগেজমেন্ট বা বিভিন্ন ধরণের পার্টিও আয়োজন করা যেতে পারে। ক্ষিরাই তো অনেকেই গেছেন কিন্তু একবার ঘুরে আসুন পশ্চিমবঙ্গের হিডেন ফ্লাওয়ার ভ্যালি চাপড়া থেকে।