পাসপোর্ট কাণ্ডে এবার ইডি

breakingnews অপরাধ আইন রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ দেশ জুড়ে বাড়ছে জঙ্গির আনাগোনা, প্রমাণ মিলছে বিভিন্ন রাজ্যের একাধিক জায়গায়। জঙ্গি কার্যকলাপের পেছনে যে কারণকে বেশি করে দায়ী করছে গোয়েন্দা বিভাগ তা হল অবৈধভাবে অনুপ্রবেশ। সে কারণে জঙ্গি কার্যকলাপ কমাতে তদন্তে নেমেছে দেশের গোয়েন্দা বিভাগ। আর সেখানেই উঠে আসছে বিশেষ তথ্য। জাল পাসপোর্ট-কাণ্ডে কোটি কোটি টাকা বিদেশে পাঠানোর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করতেই রাষ্ট্রদ্রোহিতার যোগ। রাজ্যজুড়ে পাসপোর্ট জালিয়াতি-কাণ্ডে এবার রাষ্ট্রদ্রোহিতার যোগ খুঁজে বের করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এরইমধ্যে ভবানীপুর থানায় রাজ্য পুলিশের অভিযোগের ভিত্তিতে নথিপত্র গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্য পুলিশের একাধিক থানায় অভিযোগের বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাসপোর্ট জালিয়াতি-কাণ্ডে প্রাথমিক অনুসন্ধানের কাজ এভাবেই শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের বৈঠকে নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয় বলে সূত্রের খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে , আবার একটি ইডি কমিটির বৈঠক রয়েছে । ততদিন রাজ্যজুড়ে জাল পাসপোর্ট-কাণ্ডের প্রাথমিক অনুসন্ধানের কাজ চালিয়ে তথ্য সংগ্রহ করছে গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর এফআইআরের মাধ্যমে পাকাপোক্তভাবে তদন্তে নামবে ইডি। এছাড়াও শুধু জাল পাসপোর্ট নয় এমনকি লভ্যাংশের টাকা দিয়ে বেআইনি কার্যকলাপ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।