মহাকুম্ভ মেলার জন্য বিশেষ ট্রেন

কলকাতা জেলা দেশ

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- ১৪৪ বছর পর এবার মহাকুম্ভ মেলা হচ্ছে প্রয়াগরাজে। আর তাকে ঘিরেই এখন যত জল্পনা গোটা দেশ জুড়ে। তবে কেবলমাত্র দেশ নয়, এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের সমাগম হয়েছে এই মহাকুম্ভ মেলায়। ভারতীয় রেলের পক্ষে থেকে এই মহাকুম্ভ মেলা উপলক্ষে অনেক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে সকলেই খুব সহজেই পৌংছে যেতে পারেন এই মহাকুম্ভ মেলায়। একদিকে কড়া নজরদারি অন্যদিকে সিসিটিভির মাধ্যমে প্রতি মুহুর্তে সবকিছুই পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে থেমে নেই বাংলাও,তাই পশ্চিমবঙ্গের চারটি জায়গা থেকে ছাড়বে এই বিশেষ ট্রেন। হাওড়া,শিয়ালদহ ও কলকাতা স্টেশনের পাশাপাশি মালদা টাউন স্টেশন থেকেও ছাড়বে মহাকুমভ মেলার জনয এই বিশেষ ট্রেন। এখনও পর্যন্ত যারা টিকিট কেটে উঠতে পারেননি তাঁদের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে অনেকগুলো বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

একনজরে দেখে নেবো সেই সব ট্রেনের বিস্তারিত তথ্য

03409 মালদা টাউন– প্রয়াগরাজ রামবাগ কুম্ভমেলা স্পেশাল
২ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি
প্রতি বৃহস্পতিবার ও শনিবার
মালদা টাউন থেকে রাত ৮টা ৪৫ মিনিটে ছাড়বে
পরদিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রয়াগরাজের রামবাগে পৌঁছবে।

03419 প্রয়াগরাজ রামবাগ–মালদা টাউন কুম্ভমেলা স্পেশাল
২ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি
প্রতি শুক্রবার ও শনিবার
প্রয়াগরাজ রামবাগ থেকে সন্ধে ৭টা ১৫ মিনিটে ছাড়বে ট্রেন
পরদিন দুপুর ২টো ৩০ মিনিটে মালদা টাউন পৌঁছবে
ট্রেনগুলি নিউ ফরাক্কা, বাড়হারোয়া, সাহিবগঞ্জ,
কাহালগাঁওন, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভায়পুরে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে।

03021 হাওড়া–টুন্ডলা মহাকুম্ভ স্পেশাল
হাওড়া থেকে ১ থেকে ৮ এবং ১৬ ও ২৪ জানুয়ারি
এছাড়া ৫, ৭, ১৪, ২১ ও ২৬ ফেব্রুয়ারি
সন্ধে ৭টা ৩৫ মিনিটে ছাড়বে
পরের দিন সন্ধে ৭টা ২০ মিনিটে টুন্ডলা পৌঁছবে।

03022 টুন্ডলা–হাওড়া কুম্ভমেলা স্পেশাল
৩ থেকে ১০ এবং ১৮,২২, ২৬ জানুয়ারি
এছাড়া ৭, ৯, ১৬, ২৩, ২৮ ফেব্রুয়ারি
টুন্ডলা থেকে সকাল ১১টা ২০ মিনিটে ছাড়বে
পরের দিন বিকেল ৩টে ২০ মিনিটে হাওড়ায় পৌঁছবে
বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে।

03023 হাওড়া–তুন্দলা কুম্ভমেলা স্পেশাল
হাওড়া থেকে ২০, ২২, ২৩ জানুয়ারি এবং
১৭, ১৮ ও ২৭ ফেব্রুয়ারি
রাত ১২টা ৩০ মিনিটে ছাড়বে ট্রেন
পরের দিন রাত ২টো ৩০ মিনিটে টুন্ডলা পৌঁছবে।

03024 টুন্ডলা–হাওড়া কুম্ভমেলা স্পেশাল
টুন্ডলা থেকে ২১, ২৩, ২৪ জানুয়ারি এবং
১৭, ১৮, ১৯ ও ২১ ফেব্রুয়ারি
বেলা ১১টা ২০ মিনিটে ছাড়বে।

পরের দিন বিকেল ৩টে ২০ মিনিটে হাওড়া পৌঁছবে
ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে।

03025 হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল
হাওড়া থেকে ২৮ ফেব্রুয়ারি
ভোর ৫টা ৪৫ মিনিটে ছাড়বে
পরের দিন সকাল ৬টা ৩০ মিনিটে টুন্ডলা পৌঁছবে।

03026 টুন্ডলা–হাওড়া মহাকুম্ভ স্পেশাল
টুন্ডলা থেকে ১ মার্চ বেলা ১১টা ২০ মিনিটে ছাড়বে
পরের দিন বিকেল ৩টে ২০ মিনিটে হাওড়া পৌঁছবে
ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে।

03029 হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল
হাওড়া থেকে ২৩ জানুয়ারি এবং
৬ ও ২০ ফেব্রুয়ারি সন্ধে ৭টা ৩৫ মিনিটে ছাড়বে
পরের দিন রাত ৮টা ১৫ মিনিটে টুন্ডলা পৌঁছবে।

03030 টুন্ডলা–হাওড়া কুম্ভমেলা স্পেশাল
টুন্ডলা থেকে ২৫ জানুয়ারি এবং
৮ ও ২২ ফেব্রুয়ারি রাত ৩টের সময় ছাড়বে
পরের দিন রাত ৩টে ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে
বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে।

03031 হাওড়া–ভিন্ড কুম্ভমেলা স্পেশাল
হাওড়া থেকে ১, ১৮, ১৯ জানুয়ারি
রাত ১২টা ৩০ মিনিটে ছাড়বে
পরের দিন দুপুর ১টা ৫ মিনিটে ভিন্ড পৌঁছবে।

03032 ভিন্ড–হাওড়া কুম্ভমেলা স্পেশাল
ভিন্ড থেকে ২ ও ১৯ জানুয়ারি এবং ২০ ফেব্রুয়ারি
দুপুর ৩টে ৩০ মিনিটে ছাড়বে
পরের দিন দুপুর ৩টে ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে
ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে।

03033 হাওড়া–ভিন্ড কুম্ভমেলা স্পেশাল
হাওড়া থেকে ২৬ জানুয়ারি
রাত ১২টা ৩০ মিনিটে ছাড়বে
ট্রেনটি পরের দিন দুপুর ১টা ৫ মিনিটে ভিন্ড পৌঁছবে।

03034 ভিন্ড –হাওড়া কুম্ভমেলা স্পেশাল
ভিন্ড থেকে ২৭ জানুয়ারি
দুপুর ৩টে ৩০ মিনিটে ছাড়বে
পরের দিন দুপুর ৩টে ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে
ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে