নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- এবারের মরশুমে যতবারই শীত বা ঠান্ডা জমিয়ে পড়তে গিয়েছে ততবারই একটা করে পশ্চিমী ঝঞ্ঝা যেন সেই তীব্রতা কে ধাক্কা মেরেছে সজোরে। ফলে বারবার ব্যাহত হয়েছে এই রাজ্যে ঠান্ডার প্রকোপ। তারপরেও মাঝেমধ্যেই যখন সেই ব্যাট হাতে মাঠে নেমেছে তখনই তার চওড়া কামোর সকলকে বুঝিয়ে দিয়েছে আগামীদিনে কি হতে চলেছে। আলিপুর আবহাওয়া (Weather Update) দপ্তর থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহের পাঁচ দিন গোটা রাজ্যেই শীতের প্রকোপ থাকবে একেবারেই হাড় কাঁপানো।
Bizarre: মস্তিস্ক ছাড়াই চলে জীবন এই পাঁচ প্রাণীর
বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে এর প্রকোপ সব থেকে বেশি থাকবে বলে জানানো হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, রায়গঞ্জ সহ দুই দিনাজপুর, মালদা এবং জলপাইগুড়িতে কুয়াশা থাকবে মারাত্মকভাবে ফলের দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি চলে যাবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে নদীয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা সেখানেও এই কুয়াশার দাপট থাকবে চরমভাবে।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
তবে উত্তরের সঙ্গে দক্ষিনে পাল্লা দিতে তৈরী পশ্চিমের জেলাগুলিও। হাওয়া (Weather Update) অফিস জানাচ্ছে, এবারের নতুন স্পেলে ঠান্ডার প্রকোপে তাপমাত্রা ১০ ডিগ্রীর কাছাকাছি পৌঁছে যাবে পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতিবার সকাল থেকেই যেভাবে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে তাতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এখন দেখার বিষয় মাঘ মাস জুড়ে শেষ ইনিংসে শীত কতটা হাঁকিয়ে ব্যাট করতে পারে।
https://www.youtube.com/@newspolebangla
এবারের মরশুমে যতবারই শীত বা ঠান্ডা জমিয়ে পড়তে গিয়েছে ততবারই একটা করে পশ্চিমী ঝঞ্ঝা যেন সেই তীব্রতা কে ধাক্কা মেরেছে সজোরে। ফলে বারবার ব্যাহত হয়েছে এই রাজ্যে ঠান্ডার প্রকোপ। তারপরেও মাঝেমধ্যেই যখন সেই ব্যাট হাতে মাঠে নেমেছে তখনই তার চওড়া কামোর সকলকে বুঝিয়ে দিয়েছে আগামীদিনে কি হতে চলেছে। আলিপুর আবহাওয়া (Weather) দপ্তর থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহের পাঁচ দিন গোটা রাজ্যেই শীতের প্রকোপ থাকবে একেবারেই হাড় কাঁপানো।