নিউজ পোল ব্যুরো: নাকে অক্সিজেনের নল, বিকল হৃদপিন্ড, তবুও কুম্ভের টানে প্রয়াগরাজে হাজির অক্সিজেন বাবা!
১৪৪ বছর বাদে এই মহাকুম্ভ মেলায় শাহি স্নান করবেন বলে একরকম জেদ করেই সেখানে এসেছেন অক্সিজেন বাবা। করোনার জেরে হারিয়েছেন শরীরের বল। যার ফলে চিকিৎসকদের পরামর্শে বিকল হৃদপিণ্ড নিয়েও নাকে অক্সিজেনের নল নিয়ে হাজির বাবা। সাম্প্রতিক করোনা কেড়ে নিয়েছে তাঁর শরীরের বল। কিন্তু মনের জোর কমেনি এতটুকুও। চিকিৎসকদের বারণ সত্ত্বেও তাই হরিয়ানা থেকে প্রয়াগরাজের ঝুসি আখাড়ায় ছুটে এসেছেন অক্সিজেন বাবা।
অক্সিজেন বাবা বলেন, ‘আমার হার্ট বিকল হয়ে গেছে। ডাক্তাররা কোথাও যেতে বারণ করেছিলেন। তবু গঙ্গা মাইয়ার কৃপায় এসেছি। আমার আশ্রম হরিয়ানার হিসারে। তিনটে স্নান আছে। তিনটে স্নান করে তবেই এখান থেকে যাব।’
ত্রিবেণী সঙ্গম থেকে স্নান করে পন্টুন ব্রিজ ধরেই সাধুদের আখাড়ায় পৌঁছে যান যান পুণ্যর্থীরা। সেখানে গিয়ে তাঁদের আশীর্বাদ নেনে তাঁরা।