বাড়িতেই আক্রান্ত সইফ আলি খান!

বিনোদন

নিউজ পোল বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সইফ আলি খানকে ছুরির কোপ! গতকাল বুধবার রাতে তাঁর নিজের বাড়িতেই আক্রান্ত হন এই বলিউড অভিনেতা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।পুলিশ সূত্রে খবর বুধবার রাত দুটো নাগাদ তাঁর বাড়িতেই এই ঘটনাটি ঘটেছে। এরপরেই গুরুতর জখম অবস্থায় তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অসমর্থিত সূত্রে খবর, মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতা সইফ আলি খান ও করিনা কাপুর খানের বাড়িতে একদল দুষ্কৃতী ডাকাতির চেষ্টা করে। ডাকাতদের বাধা দিতে গিয়েই জখম হন বলে জানা গিয়েছে।লীলাবতী হাসপাতালের সিওও ডা. নীরজ উত্তমণি বলেন, ‘সইফ নিজের বাড়িতেই একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির দ্বারা আক্রান্ত হন।

রাত সাড়ে তিনটে নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় তাঁকে। তাঁর শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দু’টি গভীর ক্ষত। একটি আঘাত তাঁর মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তাঁর অপারেশন করছি। তাঁর অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অ্যানাস্থেটিস্ট নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরেই কতটা জখম হয়েছেন তা জানা যাবে।