নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- পয়লা বৈশাখে কলকাতাবাসীকে নতুন উপহার দেবে মেট্রো। মঙ্গলবার রাত ১১টায় ট্রায়াল রান শুরু হবে বলে কলকাতা মেট্রোরেল সূত্রে খবর। অপেক্ষা এখন শুধু CRS থেকে সবুজ সংকেতের তারপরেই যাত্রী পরিষেবা করে দেবে মেট্রো রেল।
এখনও পর্যন্ত কলকাতা মেট্রো রেলের তরফে যা খবর তাতে সম্ভবত পয়লা বৈশাখের আগেই মহানগরের জন্য বড় উপহার নিয়ে আসছে কলকাতা মেট্রো রেল। বউবাজারের নীচে পশ্চিম দিকের টানেলে মেট্রোর প্রথম চাকা গড়াবে। সবকিছু ঠিকঠাক থাকলে, মেট্রোটি ২১ জানুয়ারি রাত ১১ টায় সেক্টর ফাইভ থেকে ছাড়বে এবং বউবাজার এলাকা হয়ে মহাকরণ অর্থাৎ রাইটার্সে পৌঁছাবে। পর্যায়ক্রমে ভোর ৪টে পর্যন্ত চলবে এই ট্রায়াল রান। সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মেট্রোরেল সূত্রে খবর। যদিও, মেট্রোর ট্রায়াল রান বাউবাজারের ভূগর্ভস্থ অংশে পূর্বমুখী সুড়ঙ্গে করা হয়েছিল, কিন্তু সেক্টর ফাইভ হাওড়ার দিকে পশ্চিমমুখী টানেলের কাজ চলছিল। গত বছরের ডিসেম্বরে সব কাজ শেষ করে তৃতীয় লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এরপর কয়েকদিন ট্রলি চালানো হয়। এখন মঙ্গলবার রাতে প্রথম মেট্রো ট্রেনটি সুড়ঙ্গ দিয়ে যাবে। ট্রায়াল রান সফল হলে কয়েকদিন পরীক্ষামূলকভাবে মেট্রো চলবে। পরে রেলওয়ে নিরাপত্তা কমিশনার অনুমোদন দিলে ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত যাত্রী বহন করবে ট্রেন। মাত্র ১১ মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছতে পারবেন যাত্রীরা।
এর জেরে প্রায় দেড় মাস ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরোপুরি বন্ধ থাকবে।
দিনের বেলা পুরো বিভাগে মেট্রোর একটি ট্রায়াল রানও নির্ধারিত করা হয়েছে। তবে উভয় ক্ষেত্রেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবার যে অংশটি মাটির নীচে থাকবে, তাতে দুটি টানেল থাকবে এর মধ্যে সুড়ঙ্গটি পূর্বমুখী অর্থাৎ শিয়ালদহের দিকে অনেক আগেই কাজ শেষ হয়েছে। মেট্রো রেক প্রায়ই সেই টানেলের মধ্যে দিয়ে যায়। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল কাটতে গিয়ে বৌবাজারের কাছে অনেক সমস্যা তৈরী হয়েছিল। ২০১৯ র আগস্ট মাসে, বউবাজার মেট্রো টানেলে বোরিং মেশিন দিয়ে মাটি খনন করার সময় একটি ভূমিধসের ঘটনা ঘটে। এরপর নির্মাণকাজ বন্ধ করে দিতে হয়। বেশ কিছু দিন পর আবারও মেট্রো টানেলের খনন কাজ শুরু করা হলেও ২০২২ সালের মে ও অক্টোবরে কাজ চলাকালীন বারবার এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়। কখনও সুড়ঙ্গে জল ঢুকেছে আবার কখনও সেখানে ভবনে ফাটল দেখা দিয়েছে। কাজের মধ্যে ঘন ঘন ব্যাঘাতের কারণে, আজও শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু এখন যেহেতু কাজ শেষ হয়েছে, আশা করা হচ্ছে বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ উপলক্ষে মেট্রো রেলওয়ে কলকাতার মানুষকে হাওড়া থেকে সল্টলেক পর্যন্ত সরাসরি মেট্রো উপহার দেবে বেলই কলকাতা মেট্রোরেল সূত্রে খবর।