নিউজ পোল ব্যুরো : ফের বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অভিযুক্ত পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার কর্ণধার বাবা রামদেব। সেই সূত্রে বাবা রামদেবের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে কেরালার নিম্ন আদালত। বাবা রামদেবের পাশাপাশি সংস্থার অন্যতম সহ-প্রতিষ্ঠাতা আচার্য্য বালকৃষ্ণের বিরুদ্ধেও এই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
পতঞ্জলির অধীনস্থ দিব্য ফার্মাসির বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ উঠেছে। সেই মামলায় গত ১৬ জানুয়ারী কেরালার পালক্কাডের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল পতঞ্জলি আয়ুর্বেদের সহ প্রতিষ্ঠাতা বাবা রামদেব এবং আচার্য বালকৃষ্ণের। কিন্তু তাঁরা হাজিরা দেননি আর তার জেরেই মূলত পরোয়ানা জারি করল কেরালা আদালত। এলোপ্যাথি সহ আধুনিক বিভিন্ন চিকিৎসা ব্যবস্থার নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠেছে ওই সংস্থার বিরুদ্ধে।
পতঞ্জলি আয়ুর্বেদের শাখা দিব্য ফার্মেসীর দেওয়া বিজ্ঞাপন ১৯৫৪ সালের ড্রাগ এন্ড ম্যাজিক রেমিডিস (অবজেকশেনেবল অ্যাডভার্টাইজমেন্ট) আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ। বস্তুত কেরালায় ওই সংস্থার বিরুদ্ধে আরও কিছু মামলা হয়েছে একই কারণে। যেখানে অভিযোগ, অ্যালোপাথি সহ আধুনিক অন্যান্য ওষুধ সম্পর্কে আপত্তিকর বক্তব্যসহ ওই সংস্থার ওষুধে রোগ সেরে যাওয়ার দাবি নিয়ে মামলায় প্রশ্ন। উল্লেখ্য, বিগত প্রায় দুই বছর ধরে ওই সংস্থা বিজ্ঞাপনী বিতর্কে একের পর এক মামলার সম্মুখীন। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই তাঁদের এমন বিজ্ঞাপনে অস্থায়ী নিষেধাজ্ঞা চাপিয়েছে। এমনকি আদালত অবমাননার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। সেই সূত্রে আদালতের নির্দেশে ক্ষমাপ্রার্থনা করে বিজ্ঞাপনও প্রকাশ করেছে পতঞ্জলি। সেই কারণে গত বছরের আগস্টে আদালত অবমাননার মামলার নিষ্পত্তি হয়। কেরলের কোরিকরের আদালতেও এই সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে।