নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার সাথে সংঘাতের পর বঙ্গে আসে শীত। কনকনে শীতে শুরু হয় নতুন বছরের, তবে এখন থেকেই বাড়বে তাপমাত্রা এবার জানিয়ে দিল আবহাওয়া দফতর। আগামী দুই-তিন দিনে আরও বেশ খানিকটা বাড়বে তাপমাত্রা এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায়।
অবশ্য তাপমাত্রা বাড়ার কারণ ফের একবার শীতল বায়ু প্রবেশে বাধা দিচ্ছে ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের ফলে আবহাওয়ায় বড়সড় বদল। দক্ষিণবঙ্গে যার রেশ দেখা গিয়েছে এরইমধ্যে। দক্ষিণে তাপমাত্রা বেড়েছে খানিকটা। তবে আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে বলে জানিয়েছে হওয়া অফিস।
হাড় কাঁপানো শীতে বসে পিঠে খেতে অভ্যস্ত বাঙালি এখন অনুভব করছে শীতের অভাব। ঠান্ডার আমেজ থাকলেও দক্ষিণের জেলাগুলিতে নেই কনকনে শীত। আজ মঙ্গলবার থেকে আগামী দু-তিনদিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। দার্জিলিঙের পার্বত্য এলাকায় হালকা
বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা থাকবে ২০০ মিটারের নীচে। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ৩ দিন ঘন কুয়াশায় ঢাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা, তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আবার উত্তরবঙ্গের কিছু জেলায় ঘন কুয়াশায় ঢাকবে আগামী তিনদিন, জারি হয়েছে সতর্কতা।