চ্যাম্পিয়ন ট্রফিকে ঘিরে জার্সি নিয়ে বাগযুদ্ধ ভারত-পাকিস্তান বোর্ডের মধ্যে

ক্রীড়া দেশ

নিউজ পোল স্পোর্টস ব্যুরো : মাত্র এক মাস বাকি চ্যাম্পিয়ন ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। তার মাঝেই জার্সি নিয়ে বাগযুদ্ধ বেঁধে গেল ভারত ও পাকিস্তান বোর্ডের মধ্যে। চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ আয়োজক দেশ পাকিস্তান। নিয়ম অনুযায়ী, যোগদানকারী প্রত্যেকটি দেশের জার্সিতে পাকিস্তানের নাম থাকবে। কিন্তু ভারতের জার্সিতে কোন পাকিস্তানের নাম লেখা থাকবে না তা স্পষ্ট জানিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে পাকিস্তান বোর্ড। তারা দাবি করে, খেলার আগেই অযথা ঝামেলা করতে চাইছে ক্রিকেট বোর্ড। এই বিষয়টি নিয়ে পাকিস্তান বোর্ড আইসিসির দ্বারস্থ হতে চলেছে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ আয়োজক দেশ পাকিস্তান। ভারতীয় দলের পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ আর সেই নিয়ে কম জলঘোলা হয়নি। শেষপর্যন্ত বিসিসিআই এর শর্ত মেনে হাইব্রিড মডেলে খেলা হবে। এবার এক নতুন বিতর্ক মাথাচাড়া দিল। চ্যাম্পিয়ন ট্রফি আয়োজক দেশ পাকিস্তানের নাম জার্সিতে লিখতে চায় না বিসিসিআই। এই খবর পাক বোর্ডের কাছে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এই বিষয়টি নিয়ে তারা আইসিসির দ্বারস্থ হবে বলে সূত্রের খবর।

এক পাক-বোর্ড আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, ‘বিসিসিআই পাকিস্তানে খেলতে দিতে চায় না ভারতীয় দলকে। উদ্বোধনী অনুষ্ঠানে দলের অধিনায়ককে পাঠাতে চায় না। সেসব আমরা অনিচ্ছা সত্ত্বেও মেনে নিয়েছি। কিন্তু এখন শুনছি পাকিস্তানের নাম তারা জার্সিতে লিখতে চায় না। ক্রিকেটে ওরা রাজনীতি ঢোকাচ্ছে। আমরা বিষয়টি আইসিসি বোর্ডকে জানিয়েছি। আশা করি আইসিসি বোর্ড এমনটা হতে দেবে না। পাকিস্তানের পশে থাকবে তারা।’

কিছুদিন আগে চ্যাম্পিয়ন ট্রফির অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাকিস্তানে, সেখানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার যোগ দেওয়ার কথা ছিল। সেই নিয়ে বেশ আশাবাদী ছিল পাক-বোর্ড। কিন্তু শেষপর্যন্ত বিসিসিআই সূত্রে জানানো হয়, রোহিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। রোহিতের পরিবর্তে বোর্ডের এক আধিকারিককে পাঠানো হয়। সেই নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। এখন জার্সিতে নাম লেখা নিয়ে শুরু হয় নতুন সমস্যা। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট আয়োজক দেশের নাম লেখা থাকে প্রত্যেক ক্রিকেটারের জার্সিতে। কিন্তু সেই নিয়ম মানতে নারাজ বিসিসিআই চ্যাম্পিয়ন ট্রফির ক্ষেত্রে। এখন দেখার বিষয় এই নিয়মের কি অন্যথা হবে।