যৌনাঙ্গেই কামড়ে দিল সাপ!

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: সাপ নিয়ে খেলা বড় সাহসের কাজ। তবে ইন্দোনেশিয়ার এক যুবক, আনগারা সুজি, তাঁর সাহসের পরিচয় দিতে গিয়ে এমন বিপদে পড়লেন, যা শুনে নেটিজেনদের চোখ কপালে। সাপ নিয়ে মজা করতে গিয়ে শেষমেশ তাঁর যৌনাঙ্গেই কামড়ে দিল সাপ!

আনগারা সুজি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তাঁর ৩.৫ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। ঘন জঙ্গলে ঘুরে সাপ খুঁজে, তাঁদের নিয়ে নানা কেরামতি দেখানোর ভিডিও পোস্ট করাই তাঁর কাজ। তবে সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গিয়েছে, কেরামতি দেখাতে গিয়ে বড্ড বেকায়দায় পড়লেন আনগারা। ভিডিওতে দেখা যায়, ম্যানগ্রোভ অরণ্যের একটি সাপ (স্থানীয় ভাষায় যাকে ক্যাট স্নেক বলা হয়) সোজা আনগারার প্যান্টের ওপর দিয়ে তাঁর যৌনাঙ্গে কামড় বসায়। সাপটি কয়েক মিনিট ধরে সেই অবস্থায় আটকে ছিল। আনগারা ভয়ে নড়াচড়া করার সাহস পাননি। দরদর করে ঘামছিলেন। শেষমেশ সাপটি নিজে থেকেই সরে যায়। সৌভাগ্যের বিষয়, এই সাপটি খুব বেশি বিষধর ছিল না।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সেটি ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে ১৭ মিলিয়নের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। সকলেই এই কাণ্ড দেখে হতবাক। এর আগেও আনগারার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি সবুজ সাপ তাঁর গলায় কামড়ে ধরেছে। তবে সেই সাপটি বিষধর ছিল না। তবুও সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে তিনি তাঁর সোশাল মিডিয়াতে।