Train Accident: আগুন আতঙ্কে ঝাঁপ ট্রেন থেকে! মৃত ১৩

দেশ

নিউজ পোল ব্যুরো: ফের ট্রেন দুর্ঘটনা (Train Accident)। মর্মান্তিক দুর্ঘটনায় (Train Accident) প্রাণ গেল ১৩ জন যাত্রীর। বুধবার দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের জলগাঁও জেলার পাঁচড়া রেলওয়ে স্টেশনে। সূত্রের খবর, আগুন আতঙ্ক থেকে বাঁচতে গিয়ে রেললাইনে লাফ দিয়েছিলেন পুষ্পক এক্সপ্রেসের কয়েকজন যাত্রী। তখনই কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় তাঁদের।

Summer Tips: সস্তায় পুষ্টি? দিদিমার পুরনো কৌশলেই মিলবে সমাধান

জানা গিয়েছে, পুষ্পক এক্সপ্রেস এর আগুন লাগার গুজব আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়তেই যাত্রীরা ট্রেনের চেইন ধরে টানে। জল গাওয়ের পাঁচড়া স্টেশনের কাছে ট্রেনটি দাঁড়িয়ে যায়। সেখান থেকে পুষ্পক এক্সপ্রেস এর যাত্রীরা লাফ দিয়ে নিচে নামে আর তখনই পাশ দিয়ে কর্ণাটক এক্সপ্রেস তাঁদের ওপর দিয়ে বেরিয়ে যায়।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

খবর পেয়েই রেল এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। তবে আগুন লাগার গুজব কিভাবে ছড়ালো তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

জলগাঁও সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ বিজয় গায়কোয়াড় সংবাদপত্রকে বলেন, “মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।” “তাদের মধ্যে চারজন মহিলা এবং নয়জন পুরুষ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শোক প্রকাশ করেছেন এবং দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। ফড়নবিশ বলেন: “জলগাঁও জেলার পাচোরায় এক দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণহানির মর্মান্তিক ঘটনাটি গভীরভাবে মর্মাহত। আমি তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই। আমার সহকর্মী মন্ত্রী গিরিশ মহাজন এবং পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেছেন, এবং জেলা কালেক্টর শীঘ্রই সেখানে পৌঁছাবেন।”

তিনি আরও বলেন, জেলা প্রশাসন, রেল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে, স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে, অ্যাম্বুলেন্স পাঠিয়েছে এবং কাচ কাটার যন্ত্র এবং ফ্লাডলাইটের মতো জরুরি সরঞ্জাম প্রস্তুত রেখেছে। “আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা হচ্ছে,” তিনি বলেন।