দুর্গাপুর পুরনিগম এলাকায় টোল বন্ধ রাখার নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের

অপরাধ আইন কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- রাজ্যকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্গাপুরে নিয়ম ভেঙে টোল আদায় দুর্গাপুর পুর-নিগমের। দুর্গাপুর পুর-নিগম এলাকায় টোল বন্ধ রাখার নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের।

বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ: দুর্গাপুর পুরসভা এলাকায় কোন গাড়ি থেকে টোল আদায় করা যাবেনা।
দুর্গাপুর পুরো নিগমের ক্ষমতা নেই একক সিদ্ধান্তে টোল আদায় করার।
রাজ্যের অনুমোদন ছাড়া কোনও পুরসভা ২০০৬ পুর আইনের ১৫৪ নং ধারা মেনে টোল আদায় করতে পারেনা।
রাজ্যের আইনজীবী ললিত মাহাতো জানাচ্ছেন, দুর্গাপুর পুর-নিগম টোল আদায়ের জন্য কোনও অনুমোদন নেয়নি রাজ্যের থেকে।
রাজ্য টোল আদায়ে পুর-নিগমকে অনুমতি না দেওয়া পর্যন্ত কোনও টোল আদায় নয়।
দুর্গাপুর small industries association এবং দুর্গাপুর পুর-নিগমের বক্তব্য শুনে দুর্গাপুরে টোল আদায় নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য।
টোল আদায় নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত জানাবে রাজ্য।