নিউজ পোল স্পোর্টস ব্যুরো: প্রথম ম্যাচে চেনা ছন্দে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারের পর আজ বুধবার ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজ ছিল। ২০ ওভারে ১৩৩ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৩ বল বাকি থাকতেই অর্থাৎ ১২.৫ ওভারেই রান তুলে দেয় ভারত। ভারতের হয়ে এদিন ঝোড়ো ব্যাটিং করেন অভিষেক শর্মা। এদিন তিনি ৩৪ বলে ৭৯ রান করে শেষ মুহূর্তে আউট হয়ে যায়।
৪৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। ৩৩ বলে ৭৯ রানের ম্যাচ জেতানো ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে চলে যায় অভিষেক শর্মা। ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৮ রান। ইডেনের পিচে বড় রান ওঠার পূর্বাভাস দিয়েছিলেন সুজন মুখোপাধ্যায়। মঙ্গলবার রাতে দু’দলের প্র্যাক্টিসের পর গোটা মাঠ ঢেকে রাখা হয়েছিল, কারণ শিশির একটা বড় ফ্যাক্টর হতে পারে এই ম্যাচে।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। এদিন ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলার সূচনা করেন ঝুলন গোস্বামী। প্রথম ওভারে বল হাতে অর্শদীপ সিংহ। ইংল্যান্ডের হয়ে ওপেনে নামেন ফিল সল্ট ও বেন ডাকেট। প্রথম ওভারেই ইংল্যান্ডের উইকেটের পতন। অর্শদীপের বলে স্যামসনের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে প্যাভিলিয়ন ফিরেন ফিল সল্ট। বাটলার ক্রিজে আসতেই দ্রুত রান তোলে ইংল্যান্ড। হার্দিক পান্ডে বলে আসতেই এক ওভারে দুটো বাউন্ডারি হয়। ইংল্যান্ড অধিনায়ককে দ্রুত ফেরানোই লক্ষ্য সূর্যকুমারের বাহিনীর। ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। অর্শদীপ সিংহের বলে রিঙ্কু সিংহের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফেরেন বেন ডাকেট। ইংল্যান্ডের স্কোর তখন ২.৫ ওভারে ১৭/২।
হার্দিকের দ্বিতীয় ওভারে চারটে বাউন্ডারি হাঁকায় জস বাটলার। ১৮ রান তোলেন। ইংল্যান্ডের স্কোর ৪ ওভার শেষে ৩৫/২। বাউন্ডারি লাইনে নিশ্চিত বাউন্ডারি বাঁচালেন নীতীশ কুমার রেড্ডি। ছুড়ে দিলেন পুরো শরীরটা। গোটা গ্যালারি অভিবাদন জানাল তরুণ অলরাউন্ডারকে। বরুণ চক্রবর্তীর ঘূর্ণি বুঝতেই পারলেন না হ্যারি ব্রুক। ১৭ রান করে বোল্ড হয়ে গেলেন কেকেআর স্পিনারের বলে। ইংল্যান্ডের স্কোর ৭.৩ ওভারে ৬৫/৩। পরপর ২ উইকেট। ক্রিজে এসে প্রথম বলেই বোল্ড হয়ে গেলেন লিয়াম লিভিংস্টোন। ইডেনে বরুণ চক্রবর্তীর ম্যাজিক দেখানো শুরু। ৬৮ রান করে বরুণ চক্রবর্তীর বলে ফিরলেন বাটলার। একেবারে কোণঠাসা ইংল্যান্ড। ১৩২ রানে অল আউট ইংল্যান্ড। প্রথম টি-২০ জিততে ভারতের লক্ষ্যমাত্রা ১৩৩ রান। রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং সঞ্জু স্যামসনের। গাস অ্যাটকিনসনের এক ওভারে স্যামসন তোলেন ২২ রান। ভারতের স্কোর ২ ওভার শেষে ২৩/০। ভারতের প্রথম উইকেটের পতন। জোফ্রা আর্চারের শর্ট বলে পুল শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেয় সঞ্জু স্যামসন। ২৬ রান করে ফিরলেন ভারতের উইকেট কিপার ব্যাটার। ভারতের স্কাের ৪১/১। তিন বল খেলে শূন্য রানে আউট হয়ে যান অধিনায়ক সূর্যকুমার যাদব জোফ্রা আর্চারের বলে। ৩৩ বলে ৭৯ রানের ম্যাচ জেতানো ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন ৪৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।