নিউজ পোল ব্যুরো : বিপাকে পরিচালক রামগোপাল বর্মা। চেক বাউন্স মামলায় সম্প্রতি তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আবার সেই মামলার সাজা ঘোষণা করল মুম্বইয়ের আন্ধ্রেরির ম্যাজিস্ট্রেট আদালত। সাজা হিসেবে পরিচালককে ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, এই মামলায় জামিন পাবেন না পরিচালক। কারণ পরিচালকের বিরুদ্ধে আদালত জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারী মঙ্গলবার পরিচালককে আদালতে শুনানির জন্য ডাকা হয়েছিল, কিন্তু তিনি ঐদিন শুনানিতে অনুপস্থিত ছিলেন,আর একারনেই রামগোপাল বর্মাকে আদালত অবমাননার জন্য ১৩৮ ধারায় অভিযুক্ত করা হয়। তাঁকে আদালত ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। কিন্তু জেল হাজত থেকে বাঁচার একটি উপায় অবশ্য আছে। চেক বাউন্স মামলায় আগামী ৩ মাসের মধ্যে পরিচালককে ৩৭ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যদি পরিচালক ওই টাকা দিতে ব্যর্থ হয় তাহলে তাঁকে ৩ মাসের জেল খাটতে হবে বলে জানিয়ে দেয় আন্ধ্রেরির নগর ও দায়রা আদালত।
প্রসঙ্গত, ২০১৮ সালে একটি সিনেমা তৈরির সময় রামগোপাল বর্মার বিরুদ্ধে মামলা দায়ের হয়। সূত্রের খবর বিগত কয়েক বছর ধরেই আর্থিক সমস্যায় ভুগছেন পরিচালক। এমতবস্থায় সেই বছরে চেক বাউন্স মামলায় জড়িয়ে পড়েন। এরপর চেক বাউন্স মামলাটি একাধিকবার স্থগিত হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও পরিচালক বারবার শুনানির দিনগুলিতে অনুপস্থিত থেকেছেন। এই মামলাতেই ২০২২ সালের জুন মাসে ৫ হাজার টাকার বিনিময়ে জামিন পেয়েছিলেন পরিচালক। তবে এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার পরোয়ানা জারি হয়েছে।