Book fair: জল্পনার অবসান! বইমেলাতে স্টল বিশ্ব হিন্দু পরিষদের

breakingnews কলকাতা শহর শিক্ষা

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বইমেলাতে (Book fair) স্টল পেতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। গিল্ডের সাম্প্রতিক নির্দেশাবলীর প্রেক্ষিতে সামান্য জটিলতার কারণে যে আবেদন জমা পড়েছিল তা বাতিল হয়ে যায়। তা নিয়ে বিশ্বহিন্দু পরিষদ পৌঁছে গিয়েছিল আদালতের দরজাতে কিন্তু সেখানেও বাধা।

Summer Tips: সস্তায় পুষ্টি? দিদিমার পুরনো কৌশলেই মিলবে সমাধান

আদালত সব কিছু শোনার পর তা বাতিল করে দেয়। এরপরে গতকাল শুক্রবারই সেই আবেদন বাতিল করেন বিচারপতি অমৃতা সিনহা। এরপর বিশ্ব হিন্দু পরিষদের কাছে একটি নতুন আবেদন পৌঁছায়, গিল্ডের পাঠানো প্রস্তাবে তারা রাজি হলে এবারে বইমেলাতে স্টল দিতে দেওয়া হচ্ছে বলে জানানো হয়। এমনটাই জানালেন গিল্ড সেক্রেটারি ত্রিদিব চট্টোপাধ্যায়।

বিশ্ব হিন্দু পরিষদ কে বইমেলা (Book fair) স্টল নয়। বিশ্ব হিন্দু পরিষদ বার্তাকে স্টল দিচ্ছে গিল্ড। ২৪৯ নম্বর স্টল পাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ বার্তা। তিনি বলেন, ‘আমরা প্রথম থেকে যেটা বলে আসছি যে জন্য বিশ্ব হিন্দু পরিষদ আমাদের বিরুদ্ধে মামলাও হয়েছে এবং মামলা খারিজ হয়ে গেছে গতকাল।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

আমরা একটা জায়গাতেই এটি ছিলাম যে আমরা কোন সংগঠনকে স্টল দেব না আমরা ভারতীয় জনবার্তাকে দিয়েছি বিজেপিকে দেয়নি, আমরা তৃণমূল কংগ্রেসকে

দেইনি, জাগো বাংলা কে দিয়েছি। আমরা গণশক্তিকে দিয়েছি সিপিআইএমকে দেইনি, কংগ্রেস বার্তাকে দিয়েছি কংগ্রেসকে দেইনি। ঠিক সেই ভাবে প্রথমেই বলেছিলাম আপনারা বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন দিন। গিল্ডের এই মামলা খারিজ হয় যাওয়ার পর আমরা ওনাদের বলি আপনারা দয়া করে বিশ্ব হিন্দু বার্তা নামে নিতে পারেন, উনারা সম্মত হন এবং গতকাল ওদের প্রতিনিধি এসে বিশ্ব হিন্দু পরিষদ বার্তা নামে অ্যাপ্লিকেশন করে গেছেন। এবং আমরা সেটা গ্রহণ করি তাদেরকে ফর্ম দিই। বিশ্ব হিন্দু বার্তাকে অত্যন্ত একটি ভালো জায়গায় তাল দেওয়া হচ্ছে ২৪৯ নম্বর স্টল’।

https://www.youtube.com/@newspolebangla