নবম দুয়ারে সরকারের প্রথম দিনেই নজরকাড়া ভিড়

কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- নবম দুয়ারে সরকার কর্মসূচীর প্রথম দিন ছিল শুক্রবার। আর প্রথম দিনেই বিপুল সংখ্যক মানুষের যোগদানের সাক্ষী হল রাজ্য সরকারের এই অনন্য কর্মসূচী। নবান্ন সূত্রে জানা গিয়েছে এদিন রাজ্য জুড়ে ১৩ হাজার ৯২২টি শিবিরের আয়োজন করা হয়েছিল। সন্ধ্যা ৬ টা পর্যন্ত শিবিরগুলিতে পা পড়েছে পাঁচ লাখেরও বেশি মানুষের। এই দফায় দুয়ারে সরকার কর্মসূচী চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের সর্বত্র ১ লাখ ৬ হাজারের বেশি শিবির করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রত্যন্ত এলাকায় শিবির করার ওপর এবার বিশেষ জোর দেওয়া হচ্ছে । বিভিন্ন এলাকায় শিবির করে মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতার মতো চিরাচরিত প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারে এবার কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য প্রকল্পেও আবেদন করার সুযোগ মিলবে ।আগে যে সব এলাকা বেশি গুরুত্ব পায়নি, সেখানে শিবিরের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ।রাজ্যের নির্দেশ সমস্ত ক্যাম্পে প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা করতে হবে। প্রসূতিদের জন্য বিশেষ জায়গা রাখতে বলা হয়েছে। পাশাপাশি ফটোকপিও যাতে বিনামূল্যে হয়, সে ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে।


যাঁদের আবেদন গ্রাহ্য হবে না, তাঁদের আবেদন বাতিল হওয়ার কারণ এবং কী করণীয়, তা ঠিক মতো বুঝিয়ে দিতে হবে বলেও জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দুয়ারে সরকারে জমা পড়া আবেদন ২৮ ফেব্রুয়ারির মধ্যেই সব খতিয়ে দেখতে হবে। এই সমস্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কেউ অন্য কোনও অজুহাতে টাকা চাইলে তা বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
২০২৩ সালের ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছিল অষ্টম দুয়ারে সরকার। সেখানে ৩৬টি প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছিল। এ বার সেগুলির সঙ্গেই যোগ হচ্ছে ‘কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য’ সংক্রান্ত প্রকল্প। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা, কৃষকবন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মানবিক, রূপশ্রী-র মতো প্রকল্প বা ভাতা-র সুবিধা পেতে এই ক্যাম্পে আবেদন করা যাবে। ১০টা থেকে বিকাল ৪টে অবধি শিবির চলবে ।