Bidhannagar: অবৈধ তিনতলা ও চারতলা বাড়ি ভাঙার নির্দেশ

রাজ্য

নিজস্ব প্রতিনিধি কলকাতা: বিধাননগর (Bidhannagar) পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগতপুর নেতাজি পল্লী এলাকায় একটি তিনতলা এবং চারতলা বাড়ি পুরোপুরি অবৈধ এবং বিপদজনক অবস্থায় রয়েছে বলে পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে। বাড়িটি আশপাশের এলাকায় থাকা বাসিন্দাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে, বিধাননগর (Bidhannagar) পুরনিগম অবিলম্বে বাড়িটি খালি করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বাড়ির মালিকদের বাড়ির ও জমির বৈধ নথিপত্রসহ কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।

Summer Tips: সস্তায় পুষ্টি? দিদিমার পুরনো কৌশলেই মিলবে সমাধান

নোটিশ অনুযায়ী, জারি তারিখ থেকে ৭ কার্যদিবসের মধ্যে বাড়ির এবং জমির সমস্ত প্রাসঙ্গিক নথি পুরনিগমের কাছে জমা দিতে বলা হয়েছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র জমা না দেওয়া হয় বা সঠিক কারণ দেখানো না যায়, তবে পুরনিগম আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং বাড়িটি ভেঙে ফেলা হবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগ বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। এই বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ফলে এলাকাবাসীকে সময়মতো সতর্ক থাকার ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

বৃহস্পতিবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চ দুপুর দুটো থেকে অবৈধ বিল্ডিং ভাঙার কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। সেই মতো ওই দিন তিনটেয় শান্তিনগর এলাকায় যান কর্মীরা। বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করতে গেলে বাধার মুখে পড়েন। শুক্রবার সকালে বেআইনি বিল্ডিং ভাঙতে এলে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান আবাসিকরা। বিধাননগর পুরনিগম এবং দক্ষিণ থানার পুলিশকে বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে বাধা দেন তাঁরা। মাইকিং করে বিল্ডিং ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পুরনিগম কর্তৃপক্ষ। বিল্ডিং বাইরে থেকে ভাঙার কাজ করছেন পুরকর্মীরা। 

https://www.youtube.com/@newspolebangla

এক আবাসিক বলেন, “আমাদের আগে থেকে কোনও নোটিস দেওয়া হয়নি। অসুস্থ বাবা-মা ও বাচ্চাদের নিয়ে কোথায় যাব। আমাদের সময় দেওয়া হোক।” বিধাননগর পুরসভার ইঞ্জিনিয়ার সুরজিৎ বসু বলেন, “এই মামলাটা ২ বছর ধরে চলছিল। একবছর আগে নোটিস দেওয়া হয়েছিল।