নিজস্ব প্রতিনিধি, হুগলি: প্রায়শই দুর্ঘটনার (Accident) মূল কারণ হিসেবে গাড়ির ওভারটেককে দায়ী করা হয়। দ্রুত গতিতে একটি গাড়ি অপরকে ওভারটেক করতে গিয়ে ঘটে বড়োসড় দুর্ঘটনা (Accident)। এদিকে আবার সতর্ক করার পরেও রেষারেষি বন্ধ করা সম্ভব হয় না পুরোপুরি। সেই কারণেই এবার বাসের রেষারেষি বন্ধে অ্যাপ তৈরি করেছে রাজ্য সরকার। এবার থেকে দুর্ঘটনায় যদি মৃত্যু হয় চালকের তবে শুধু লাইসেন্স বাতিল নয়, এ ছাড়াও চরম শাস্তির ব্যবস্থা করা হবে, জাঙ্গীপাড়ায় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনায়, জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।
Summer Tips: সস্তায় পুষ্টি? দিদিমার পুরনো কৌশলেই মিলবে সমাধান
আজ শনিবার হুগলির জাঙ্গীপাড়ায় সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনে এসে বিশেষ বার্তা দেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। ডিএন হাইস্কুল মাঠে উপস্থিত হয়ে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করেন পরিবহন মন্ত্রী। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা,জেলা শাসক মুক্তা আর্য সহ শ্রীরামপুর মহকুমা ও জাঙ্গীপাড়া ব্লক প্রশাসনের আধিকারীকরা।যেখানে গাড়ি চালকদের সচেতন করার বার্তা দেওয়ার পাশাপাশি পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করেন তিনি।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
এবার থেকে বাসের রেষারেষি পুরোপুরি বন্ধ করে দেবেন এমনটাই জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এদিন তিনি বলেন, ‘এরজন্য আমাদের আইটি বিভাগ একটি অ্যাপ তৈরি করেছে। বাস চালকদের সেই অ্যাপ দেওয়া হবে।সকাল থেকে তাঁদের ট্র্যাকিং করবে ট্রাফিক পুলিশ। কি গতিতে গাড়ি চালাচ্ছে। বেপরোয়া গতিতে চালাচ্ছে কিনা। বেপরোয়া চালালে তাঁকে শোকজ করা হবে। নির্দিষ্ট সময় পর তাঁর ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হবে। বেপরোয়া চালানোর ফলে মানুষের মৃত্যু হলে চরম শাস্তি প্রদান করব আমরা। কারণ দুর্ঘটনা কমাতে হবে।রেষারেষি করে বেপরোয়া হয়ে গাড়ি চালাতে আমরা দেব না।
‘https://www.youtube.com/@newspolebangla
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, বাসের চালকদের উপর নজরদারি চালানোর জন্য একটি অ্যাপ তৈরি করেছে রাজ্য সরকার। বাসের চালকরা গতি বাড়ালেই সেই অ্যাপের মাধ্যমে জানা যাবে।