বইমেলা উপলক্ষে বিশেষ মেট্রোর আয়োজন

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, যা করুণাময়ী এলাকার বইমেলা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও বইপ্রেমীদের ভিড়ে জমজমাট হবে এই মেলা। বইমেলায় যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে ইস্ট-ওয়েস্ট মেট্রো শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বাড়তি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বইমেলা চলাকালীন, অর্থাৎ ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত, সোম থেকে শনিবার শিয়ালদহ ও সেক্টর ফাইভের মধ্যে মোট ১২২টি ট্রেন পরিষেবা দেওয়া হবে আপ এবং ডাউন রুট মিলিয়ে। দুপুর ২টা থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে। রবিবারেও এই পরিষেবা চালু থাকবে। শিয়ালদহ থেকে দুপুর ২টা ১৫ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে এবং রাত ৯টা ৩৫ মিনিটে শেষ ট্রেনটি ছাড়বে। করুণাময়ী এলাকায় মেট্রো স্টেশন থাকার কারণে যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে।ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অতিরিক্ত পরিষেবার উদ্যোগ বইমেলার সময় যাত্রীদের ভিড় সামলাতে এবং তাদের সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে