BGBS সর্বাঙ্গীন সাফল্য করতে বার্তা মমতার

কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- ফেব্রুয়ারী মাসের ৫ ও ৬ তারিখে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের BGBS আসর বসতে চলেছে। সেই সম্মেলন যাতে সুষ্ঠু ও সর্বাঙ্গ সুন্দর হয় সেই ব্যাপারে রাজ্যের সমস্ত দফতরকে একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বানিজ্য সম্মেলনের BGBS প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সেখানে সংশ্লিষ্ট দফতরগুলিকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রের খবর।

Tamil Nadu: তামিলনাড়ুর দ্বীপগুলো কি আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য হতে পারে?

এছাড়াও বৈঠকে স্বরাষ্ট্র ও পার্বত্য, বিচার বিভাগীয়, নারী ও শিশু সুরক্ষা দপ্তরে ৬০টি শূন্য পদে স্থায়ী নিয়োগ সংক্রান্ত আরও একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবলারদের রাজ্য সরকার রাজ্য পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছে। সেইক্ষেত্রে তাদের মধ্যে কয়েকজনের শারীরিক মাপজোকের ক্ষেত্রে নূন্যতম শর্ত পূরন না করায় এইক্ষেত্রে তাদের ছাড় দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

https://www.youtube.com/@newspolebangla

এদিকে রাজ্য সরকার সীমান্ত সুরক্ষাকে আরও শক্তিশালী করতে একটি আউটপোস্ট তৈরীর জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নদীয়ার করিমপুর পয়েন্টে .৯ একর জমি দেওয়ার একটি প্রস্তাব গ্রহন করেছে বলে সরকারি সূত্রে খবর।

https://www.facebook.com/share/p/16NRY8XTQz/

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ঠ গুরূত্বপূর্ন বলে সরকারি মহলের একাংশ মনে করছে।

এ বছর ছিল অষ্টম বিজিবিএস। বুধবার উদ্বোধনের আগেই সরকারকে নিশানা করে বিজেপি, সিপিএমের মতো রাজ্যের বিরোধী দলগুলি। তাদের প্রশ্ন ছিল, এর আগেও বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ নিয়ে অনেক ‘গালভরা কথা’ শোনা হয়ে গিয়েছিল। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। বিজিবিএসের উদ্বোধনী বক্তৃতাতেই বিরোধীদের জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মমতা বলেন, ‘‘সকলেই মানছেন বাংলা বদলে গিয়েছে। সকলেই মানছেন প্রতি বছর কলেবরে বাড়ছে বিজিবিএস। তাই এখন শুধু দেশের শিল্পপতিরাই নন, ২০টি অন্য দেশ আমাদের সহযোগী হয়েছে।’’