Basirhat: ফের নাবালিকাকে ধর্ষণ

অপরাধ জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,উত্তর ২৪ পরগণা: অষ্টম শ্রেণির নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ। অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগণার বসিরহাটের (Basirhat) মহকুমার হিঙ্গলগঞ্জ থানা এলাকার। হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা-মা। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

Tamil Nadu: তামিলনাড়ুর দ্বীপগুলো কি আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য হতে পারে?

সূত্রের খবর, সোমবার দুপুর দেড়টা নাগাদ বছর ১৩ নাবালিকা বাড়িতে একা ছিল। বাবা মা না থাকার সুবাদে সেই সুযোগে প্রতিবেশী বছর ২৩ এর যুবক ঘরে ঢুকে জোরপূর্বক ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। শারিরীক অবস্থার অবনতি হলে বাড়িতে বাবা মা ফিরে এলে সম্পূর্ণ ঘটনা জানায় নাবালিকা তাঁর বাবা-মাকে । তরপর হিঙ্গলগঞ্জ থানায় নির্যাতিতা নাবালিকার বাবা মা ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের অভিযোগ করেন। মঙ্গলবার ভোরেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত যুবককে।

https://www.youtube.com/@newspolebangla

ওই নাবালিকাকে বসিরহাট (Basirhat) স্বাস্থ্য জেলা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আনা হয়েছে পাশাপাশি মহকুমা আদালতে তার জবানবন্দি নেওয়া হবে। অন্যদিকে ধৃত যুবককে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

https://www.facebook.com/share/p/16NRY8XTQz/

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পনেরোর ওই নাবালিকা দশম শ্রেণির ছাত্রী । সোমবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিল সে । তার মা, বাবা এবং দাদা কাজের সূত্রে বাইরে বেরিয়েছিলেন । সেই সুযোগে কিশোরীর বাড়িতে ঢোকে প্রতিবেশী ওই যুবক । অভিযোগ, নাবালিকাকে একা পেয়ে তখনই তাঁকে ধর্ষণ করেন তিনি । এরপর, নির্যাতিতা ওই নাবালিকা কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত যুবক পালিয়ে যান সেখান থেকে । পালানোর আগে তিনি নাবালিকাকে হুমকি দিয়ে বলে যান, কাউকে কিছু জানালে এর ফল ভালো হবে না ৷