MBBS: ডাক্তারদের সমহারে বেতনের নির্দেশ হয়নি কার্যকর

কলকাতা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ এমবিবিএস (MBBS) ডাক্তারদের সমান হারে বেতন দেওয়ার নির্দেশ কার্যকর হয়নি এক বছরেও, শেষপর্যন্ত আদালত অবমাননার মামলায় গত সপ্তাহে আদালতে হাজির করে রাজ্যের স্বাস্থ্য সচিবকে হাইকোর্ট সময় বেঁধে দেওয়ার পর মঙ্গলবার রাজ্য জানালো, নির্দেশ মত ছয় জন মামলাকারির ২০২১ থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত বকেয়া হিসেব করে প্রায় ৪২ লক্ষ টাকা রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়া হয়েছে। যদিও মামলাকারীদের আইনজীবী দাবী করেন, তাঁদের হিসেবে মামলাকারীদের এই সময়ের মধ্যে ৯২ লক্ষ টাকা বকেয়া হয়েছে। বিচারপতি রাজা শেখর মান্থা জানিয়ে দেন, পরে এই হিসেব নিয়ে শুনানি হবে।

https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

এদিন রাজ্যের কৌশলী বলেন, সিঙ্গেল বেঞ্চের দেওয়া রায় রাজ্য ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে। ১০ ফেব্রুয়ারি সেই শুনানি শেষ না হওয়া পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের পরবর্তী শুনানি না করার আবেদন করেন। আদালত আশ্বস্ত করে বেতন বৈষম্যের জট কাটার পরে আগামী দিনে বর্তমানে ৬০ এর বদলে এমবিবিএসদে র (MBBS) মতো ৬৫ বছর পর্যন্ত চাকরী ও তাঁদের সমান গ্রেড পাওয়ার দাবিতে দায়ের আবেদনের শুনানি হবে।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

রাজ্যের সরকারি হাসপাতালের ডাক্তারেরা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখতে পারেন। নারায়ণস্বরূপ নিগম রাজ্যের স্বাস্থ্যসচিব থাকাকালীনই নিয়ম হয়, সরকারি হাসপাতালে ন্যূনতম আট ঘণ্টা রোগী দেখার পর বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে রোগী দেখতে পারবেন ডাক্তারেরা। তবে এ ক্ষেত্রে সরকারি হাসপাতালের ২০ কিলোমিটারের বাইরে যেতে পারতেন না সরকারি হাসপাতালের ডাক্তারেরা। সোমবার চিকিৎসকদের সঙ্গে আলোচনার সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই সীমা ২০ কিলোমিটার থেকে বর্ধিত করে ৩০ কিলোমিটার করা হবে। তবে সরকারি হাসপাতালে রোগী দেখার সময়ে যাতে কোনও খামতি না হয়, সে বিষয়েও সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী।