নিজস্ব প্রতিনিধি, বারুইপুর:- প্রজাতন্ত্র দিবসের উদযাপনে বন্দুক থেকে গুলি ফাটানোর ছবি ভাইরাল হতেই নতুন করে বিতর্কে জড়ালেন বিজেপির (BJP) যুবনেতা মলয় চট্টোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, তিনি বন্দুক উঁচিয়ে গুলি চালাচ্ছেন। এই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক সমালোচনা। বিতর্কের মাত্রা বাড়তেই ওই ছবি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলে বিজেপির (BJP)।
https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
এই বিষয়ে প্রশ্ন করা হলে মলয় চট্টোপাধ্যায় জানান, “এটি কোনো সত্যিকারের বন্দুক নয়, বরং এটি একটি এয়ারগান। মেলায় বেলুন ফাটানোর জন্য যে বন্দুক ব্যবহার করা হয়, এটি সেই ধরনের বন্দুক। এর সঙ্গে মানিকচক, বৈষ্ণবনগর বা ইংরেজবাজারের ঘটনা তুলনা করা ঠিক হবেনা।” তিনি আরও জানান “আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক। কাউকে ভয় দেখানো আমাদের উদ্দেশ্য নয়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা প্রজাতন্ত্র দিবসে এই কাজ করেছি। এটিকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত করা উচিত নয়। ভয় দেখানো তৃণমূলের কাজ, আমাদের নয়।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
যদিও মলয় চট্টোপাধ্যায় বিষয়টি এয়ারগানের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করছেন, তবে এই ঘটনা নিয়ে এরই মধ্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের মতে, প্রজাতন্ত্র দিবসের মতো একটি পবিত্র অনুষ্ঠানে বন্দুক প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে গুরুত্বহীন বলে দাবি করেছে।
১৯৫০ সালের ২৬শে জানুয়ারী আমাদের ভারতীয় সংবিধান বাস্তবায়ন উদযাপনের জন্য প্রজাতন্ত্র দিবস পালিত হয়, যা আমাদের দেশে আরোপিত ভারত সরকার আইনের পরিবর্তে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু ততদিন পর্যন্ত ভারত নিজস্ব কোনও সংবিধান থেকে বঞ্চিত ছিল। বরং আইনগুলি মূলত ১৯৩৫ সালের ভারত সরকার আইনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। পরবর্তীতে ১৯৪৭ সালের ২৯শে আগস্ট, আমাদের দেশের একটি স্বাধীন সংবিধান গঠনের জন্য ডঃ বিআর আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটিকে চেয়ারম্যান নিযুক্ত করার জন্য একটি প্রস্তাব পাস হয়।