নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- রাজ্যের তাঁতশিল্পীদের উৎপাদন বাড়িয়ে বেশি মুনাফা লাভের সুযোগ করে দিতে রাজ্য সরকার তাদের সৌর বিদ্যুৎ (Solar) চালিত চরকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় যে সব তাঁতশিল্পী খাদি এবং মসলিন কাপড় বোনেন তাঁদের হাতে সৌর বিদ্যুৎ (Solar) চালিত চরকা–সহ বিভিন্ন যন্ত্রাংশ তুলে দেওয়া হবে।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
রাতে ক্ষুদ্র শিল্প ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, এগুলি ব্যবহারে শিল্পীদের উৎসাহিত করতে ৮–১০ কিলোমিটারের মধ্যে একটা করে ক্লাস্টার তৈরি করা হবে। প্রতি ক্লাস্টারে অন্তত ২০০ তাঁতশিল্পীকে অন্তর্ভুক্ত করা হবে। প্রত্যেক তাঁতশিল্পীকে সরকার থেকে দু’টি করে চরকা দেওয়া হবে। তারা যাতে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারেন, সে জন্যেই আধুনিক যুগের চরকা দেওয়া হচ্ছে। এতে উৎপাদন ক্ষমতা বাড়বে। ফলে তাঁতশিল্পীরা লাভের মুখ দেখবেন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক:https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
এছাড়া খানওয়ানের সৌর চরকা কেন্দ্রটি লখনউ-ভিত্তিক একটি এনজিও দ্বারা পরিচালিত হয় যার নাম ভারতীয় হরিত খাদি গ্রামোদয় সংস্থা, বা BHKGS। মিশন সোলার চরকা-এর তত্ত্বাবধানে আটটি গ্রাম নিয়ে গঠিত খানওয়ান পঞ্চায়েতে একটি পাইলট প্রকল্প হিসেবে ২০১৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে এই কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। এই মিশনটি একটি “এন্টারপ্রাইজ চালিত প্রকল্প” যার লক্ষ্য হল সরাসরি কর্মসংস্থান তৈরি করা, বিশেষ করে যুব ও মহিলাদের জন্য, যাতে গ্রামীণ এলাকায় টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন করা যায় এবং শহরাঞ্চলে অভিবাসন রোধ করা যায়। এই মিশনটি কেন্দ্রীয় ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের অধীনে আসে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
এই মিশনে “ব্যক্তিগত বা প্রবর্তক সংস্থার” মাধ্যমে দেশজুড়ে “সৌর চরকা ক্লাস্টার” স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল। এটি একটি ক্লাস্টারকে “একটি কেন্দ্রিক গ্রাম এবং ৮ থেকে ১০ কিলোমিটার ব্যাসার্ধের আশেপাশের অন্যান্য গ্রাম” হিসাবে সংজ্ঞায়িত করে।