Newtown: কোটি টাকার প্রতারণায় তদন্তে পুলিশ

অপরাধ জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কোটি টাকার প্রতারণা চক্রের হদিশ নিউটাউনে (Newtown) । এক অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে এই প্রতারণা চক্রের হদিশ মিলেছে। প্রায় দেড় মাস ধরে চলছিল এই প্রতারণা। ১০ জনকে গ্রেফতার করেছে নিউটাউন (Newtown) থানার পুলিশ। ধৃতরা মূলত উত্তরাখন্ড এবং ছত্তিশগড়ের বাসিন্দা।

আরও পড়ুন:  https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

সূত্রের খবর, এই চক্রটি দুবাই থেকে পরিচালিত হচ্ছিল এবং নিউটাউনের সিই ১৩২ নম্বর বাড়িতে একটি অফিস খোলা হয়েছিল। পুলিশ ওই অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নথি, ১০০ টি সিম কার্ড, ১০০ টি ব্যাঙ্ক পাসবুক এবং এটিএম কার্ড উদ্ধার করেছে। এই চক্রের প্রধান কার্যক্রম ছিল অনলাইন গেমের মাধ্যমে টাকা সংগ্রহ করা। পুলিশ জানিয়েছে, গেম খেলতে আসা মানুষদের প্রথমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে খেলা শুরু করতে বলা হয়, তারপর যখন গেমাররা আরও টাকা জমা দিয়ে খেলতে শুরু করেন তখন বিভিন্ন অজুহাতে তাঁদের জেতা টাকা ফেরত দেওয়া বন্ধ হয়ে যায়। এভাবে ক্রমশ প্রতারণার শিকার হয় তাঁরা। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে। তবে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

এর আগে ‘ডিজিটাল গ্রেপ্তার’-এর শিকার নদিয়ার এক বৃদ্ধ। কয়েক ঘণ্টা ধরে বৃদ্ধকে ‘আটকে’ রেখে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। তদন্তে নেমে বড়সড় সাফল্য রানাঘাট সাইবার ক্রাইম থানার। ঘটনায় এক মহিলা-সহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। মহারাষ্ট্র, হরিয়ানা ও গুজরাট থেকে এই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এই কাণ্ডে বিদেশ যোগ রয়েছে বলেও দাবি পুলিশের।