ফের বিপর্যয় মার্কিন আকাশে

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো : ওয়াশিংটনের ডিসির বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আমেরিকায় আবারও ঘটল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। আমেরিকার ফিলাডেলফিয়ার এক ছোট যাত্রীবাহী বিমান নিয়ন্ত্রণ হারিয়ে শপিং মলের কাছে ভেঙে পড়েছে। ঘটনার জেরে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে, স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে এই বিমান দুর্ঘটনায় কোন হতাহতের খবর জানা যায়নি। সূত্রের খবর, ফিলাডেলফিয়াতে শুক্রবার সন্ধে ৬ টায় মেডিকেল পরিবহন এয়ার ক্রাফটি উড়ে, কিন্তু ৩০ সেকেন্ড পরই রণহার্স্টের ঘনজনবসতিপূর্ণ এলাকায় একটি শপিং মলের ওপর ভেঙে পরে।

একটি সংবাদমাধ্যম সূত্রে খবর,বিমানটি একটি ছোট প্রাইভেট জেট ছিল, যা স্থানীয় বিমানবন্দর ফিলাডেলফিয়া থেকে উড়েছিল। কিছুক্ষণ আকাশে থাকার পর সেটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই একটি শপিং মলের কাছাকাছি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায়, এবং কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছেয়ে যায়। বিমানটি যে জায়গায় ভেঙে পড়ে, সেটি একটি জনবহুল এলাকা। কাছেই একটি বড় শপিং মল থাকায় সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। দুর্ঘটনার শব্দ শুনেই লোকজন আতঙ্কে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি মাটিতে পড়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। অনেকেই ভেবেছিলেন, কোনও বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের প্রচুর পরিশ্রম করতে হয়। আশপাশের এলাকাগুলোকেও সতর্ক করে দেওয়া হয়। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে কতজন যাত্রী ছিলেন এবং তাঁরা কেউ বেঁচে আছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে বিমানের ভেতর থেকে পাইলটের দেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আশপাশে থাকা কিছু মানুষও আহত হয়েছেন বলে সূত্রের খবর। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

কী কারণে এই বিমান দুর্ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞদের মতে, যান্ত্রিক ত্রুটি বা খারাপ আবহাওয়া এর অন্যতম কারণ হতে পারে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এরমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিমানটি উড়তে শুরু করার কিছুক্ষণের মধ্যেই এর নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটেছে। পাইলট শেষ মুহূর্তে বিমানটিকে খোলা জায়গায় নামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি শপিং মলের কাছে ভেঙে পড়ে।

এই ধরনের দুর্ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন নয়। গত কয়েক বছরে একাধিক ছোট বিমান দুর্ঘটনার খবর সামনে এসেছে। বিশেষত ব্যক্তিগত ছোট বিমানের ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি, ইঞ্জিন ফেইলিওর, অথবা আবহাওয়াগত সমস্যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে। এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থাগুলোর ওপর চাপ দেওয়া হয়েছে, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য আরও কড়া নিয়ম চালু করা হয়। বর্তমানে উদ্ধারকাজ চলছে, এবং বিমানটির ব্ল্যাকবক্স খুঁজে বের করার চেষ্টা চলছে, যাতে দুর্ঘটনার আসল কারণ জানা যায়।