নিজস্ব প্রতিনিধি,হুগলি: পুরোনো গয়না বদলে নতুন গয়না গড়বেন বলে ক্রেতা সেজে গয়নার দোকানে ঢুকেছিলেন মগরা এলাকার এক দম্পতি। কিন্তু দোকানদার অন্যমনস্ক হতেই নাকছাবির একটি গোছা সরিয়ে ফেলেন দম্পতি। গ্রেফতার মগরার দম্পতি।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে কেওটাটায়ার বাগান জেড্ডা মার্কেটের একটি সোনার দোকানে এক দম্পতি ক্রেতা সেজে প্রবেশ করেন। পুরনো গয়নার বদলে নতুন গয়না কিনতেই দোকানে যান। বিভিন্ন রকমের গয়না দেখছিল দম্পতি। দোকানদাররা অন্যমনস্ক হতেই একটি নাকছাবির গোছা সরিয়ে ফেলেন।
দোকান মালিক বিশ্বজিৎ বৈদ্য জানান, তিনি যখন গয়না গোছাতে যান তখন বুঝতে পারেন সোনার নাকছাবির গোছা নেই। তখনই দোকানের মালিক সিসিটিভি ফুটেজ চেক করেন এবং তা থেকে নিশ্চিত হন তা চুরি হয়েছে। এরপর চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ তদন্তে নেমে মগরা এলাকার গজঘন্টা থেকে ওই দম্পতি কার্তিক অধিকারী ও মৌমিতা অধিকারীকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার করে। আজ তাঁদের চুঁচুড়া আদালতে পেশ করে তাঁদের পুলিশ হেফাজতে নিয়ে বাকি গয়না উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেও এই ধরনের অভিযোগ আছে কিনা সেটা দেখার পাশাপাশি মহিলা কেন এই কাজ করেন সেটারও তদন্ত করবে পুলিশ।