নিজস্ব প্রতিনিধি: বসন্তের আগমনের সঙ্গেই বিদায় ঘণ্টা বাজছে শীতের। এবার আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকালে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ ছিল কুয়াশায় ঢাকা, বেলায় মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে। ঠান্ডা হাওয়া কার্যত অনুপস্থিত, বরং একটু দ্রুত হাঁটলেই শরীরে ঘাম জমছে। মাঘের মাঝামাঝিতেই শীত বিদায়ের ইঙ্গিত স্পষ্ট।
আবহাওয়া দফতরের মতে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে, যার ফলে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যেই আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করতে পারে, যা শীতের ফেরার সম্ভাবনাকে প্রায় শেষ করে দিয়েছে। ফলে আগামী পাঁচ দিনে বড় কোনও তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে, তবে সকালবেলায় কুয়াশা থাকায় সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং পুরুলিয়ায়। এই জেলাগুলিতে ভোরের দিকে দৃশ্যমানতা কমতে পারে। এছাড়া বাঁকুড়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা ও দক্ষিণ দিনাজপুরেও ঘন কুয়াশা দেখা যেতে পারে, যেখানে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে আসতে পারে।
তাপমাত্রা বাড়লেও বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে আপাতত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ এলাকাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শীত প্রায় বিদায় নিয়েছে, তবুও সকালের দিকে কুয়াশার কারণে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর। তবে দিনের বেলা রোদের তাপ এবং উষ্ণ আবহাওয়ার ছোঁয়া ক্রমশই বাড়বে।