নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- হাতে এক মাত্র কয়েক ঘন্টা তারপরেই কলকাতায় (Kolkata) শুরু হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্য সরকারের তরফে কলকাতায় (Kolkata) সব রকমের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ভূটানের রাজা রানি থেকে থেকে শুরু করে দেশের অনেক শিল্পপতিরাই উপস্থিত থাকবেন এই সম্মেলনে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন।
এই বাণিজ্য সম্মেলন থেকেই রাজ্যে বড় বিনিয়োগের আশা করছে শিল্পমহল। আইটিসি ইনফোটেক এই সম্মেলন থেকে রাজ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) হাব তৈরীর ঘোষণা করতে পারে। MSME -র পাশাপাশি ভারীশিল্প কারখানা, পর্যটন, বস্ত্র ও চর্ম শিল্পে বিনিয়োগে বিশেষ গুরুত্ব।
শিল্পস্থাপনে রাজ্যের পরিত্যক্ত জমি গুলিকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও সুস্পষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!
এবছর BGBS বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে উৎপাদন ও শিল্প, MSME, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং, সার্কুলার ইকোনমি, প্রাকৃতিক সম্পদ ও প্রতিরক্ষা উৎপাদন, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস, পর্যটন, জ্ঞানভিত্তিক অর্থনীতি (IT ও ITES সহ), স্বাস্থ্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিকাঠামো, শিক্ষা, সৃজনশীল অর্থনীতি ও চলচ্চিত্র শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্র। সবকিছু নিয়ে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আশার আলো দেখছেন এবারের বিশ্ববঙ্গ বাণিজ্যে সম্মেলন কে নিয়ে।
FICCI ও CII সূত্রের খবর, দেশের প্রায় ৩০ জন শীর্ষ শিল্পপতি এই বাণিজ্য সম্মেলনের জাতীয় নির্বাহী পরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন।* BGBS ২০২৫ এই দুটি গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমেই শুরু হবে, যেখানে কিছু সময়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। দুটি বৈঠকই হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে।
CII-এর জাতীয় সভাপতি ও ITC লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব পুরী এবং চেম্বারের অন্যান্য বিশিষ্ট সদস্যরা এই বৈঠকে অংশ নিতে পারেন। দীর্ঘদিন পর FICCI ও CII উভয়ের জাতীয় সভাপতির দায়িত্বে কলকাতার বাসিন্দা। FICCI-এর জাতীয় সভাপতি হর্ষ আগরওয়াল ফেডারেশনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
এছাড়া, FICCI-এর সিনিয়র সহ-সভাপতি ও RPG গ্রুপের সহ-সভাপতি আনন্দ গোয়েঙ্কা, Sanmar Group-এর চেয়ারম্যান বিজয় শঙ্কর, Adventz Group-এর চেয়ারম্যান সরোজ পোদ্দার, Shree Cement-এর ভাইস-চেয়ারম্যান প্রশান্ত বাঙ্গুর, Lalit Suri Hospitality Group-এর চেয়ারম্যান জ্যোৎস্না সুরি, হর্ষ নেওটিয়া এবং অন্যান্য বিশিষ্ট শিল্পপতিরাও উপস্থিত থাকবেন।