নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে প্রণব ছাত্রাবাসে মহা সমারোহে অনুষ্ঠিত হল সরস্বতী পুজো (Saraswati Puja) । দূর দূরান্ত থেকে বহু মানুষ, ছাত্র ছাত্রীরা এই পুজোয় অংশ নেয়। নবীন শিক্ষার্থীদের হাতেখড়ি দেন সংঘের সন্ন্যাসীরা। সন্ন্যাসীরা একত্রিত হয়ে পুষ্পাঞ্জলি প্রদান করেন। পুজোর পর ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। এই পুজো (Saraswati Puja) করেন স্বামী বিমুক্তানন্দ মহারাজ।
আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!
এছাড়াও, প্রণব ছাত্রাবাসের পরিচালিত দেওয়াল পত্রিকার উদ্বোধন করেন স্বামী বিমুক্তানন্দ মহারাজ। বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজো সম্পন্ন হয়। শিক্ষার্থীরা এদিন তাঁদের জ্ঞান অর্জনের প্রথম ধাপ শুরু করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানই পালন করেননি বরং একে ওপরের সঙ্গে যোগসূত্র তৈরি করে এক সাংস্কৃতিক পরিবেশ তৈরি করেছে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
ভারত সেবাশ্রম সংঘ (বা ভারত সেবাশ্রম সঙ্ঘ) হল ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন। এটি আচার্য শ্রীমত স্বামী প্রণবানন্দজী মহারাজ দ্বারা ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।সংঘের ভারতে এবং যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, গায়ানা, ত্রিনিদাদ ও টোবাগো, কানাডা, ফিজি এবং বাংলাদেশ সহ প্রায় একশো আশ্রম রয়েছে।এটি আফ্রিকার দেশগুলিতে, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া-তে বেশ কিছু মিশন শুরু করেছে; সংঘের সন্ন্যাসীরা সিরিয়া ও লেবাননে জাতিসংঘের প্রতিনিধিদের সাথে যুক্ত হয়েছেন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1BH1X3DtfC/
সামাজিক কাজকর্ম, দরিদ্রদের সাহায্য করা দুঃস্থ ও চাহিদাসম্পন্নদের স্বাস্থ্যসামগ্রী পৌঁছে দেওয়া ইত্যাদি কাজের জন্য স্বীকৃত।