CPIM: সাসপেন্ড তন্ময় এবার নতুন ভূমিকায়

কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে ছয় মাসের জন্য প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টচার্যকে সিপিআইএম (CPIM) থেকে সাসপেন্ড করেছিল দল। তবে সিপিআইএম (CPIM) র এই বিতর্কের মাঝেই ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলনের উপদেষ্টা কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন তন্ময় ভট্টাচার্য। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় নিজে একথা জানান।

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

আগামী জুলাই মাসে মুর্শিদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলন। তার আগেই গত রবিবার এই তালিকা প্রকাশ করা হয় যেখানে তন্ময়ের পাশাপাশি রবীন দেব, আব্দুল হাই এবং নিরাপদ সর্দারের নামও রয়েছে। তবে তন্ময়ের নাম উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় দলের মধ্যে নানা বিষয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!

অনেকেরই প্রশ্ন, সাসপেন্ড হওয়ার পর কিভাবে আবার কমিটিতে স্থান পেলেন। এই বিষয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, তন্ময় আগেও ডিওয়াইএফআইয়ের নেতা ছিলেন এবং সংগঠনের নিয়মেই এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। তিনি এই সংগঠনের প্রাক্তনী।

মাথায় কাস্তে-হাতুড়ি প্রতীক আঁকা লাল টুপি পরেই বিজেপির মুখপত্র জনবার্তা স্টল থেকে তন্ময় ভট্টাচার্য কিনেছেন, ‘আল্লাহ আমাদের কাঁদতে দাও’, ‘ছাগলাদ্য নেতৃত্ব এবং কাশ্মীর’, ‘শয়তানেরা ঘুমোয় না’, ‘ভারতে মোছলমান শাসনে হিন্দুদের দশা’, ‘দিব্যজ্ঞান নয় কান্ডজ্ঞান চাই’,’ নষ্ট্রাডামাসের সেঞ্চুরি ও পৃথিবীর ভবিষ্যৎ’। বইমেলায় জনবার্তার স্টলে তন্ময়ের পাশে দেখা যায় বিজেপি নেত্রী ওফেলিয়া সিনহাকে। এক সময় এই এফেলিয়াই সিপিআইএমে ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। এছাড়া ছিলেন, যুব মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি অমিতাভ রায়।