নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে ছয় মাসের জন্য প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টচার্যকে সিপিআইএম থেকে সাসপেন্ড করেছিল দল। তবে এই বিতর্কের মাঝেই ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলনের উপদেষ্টা কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন তন্ময় ভট্টাচার্য। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় নিজে একথা জানান।
আগামী জুলাই মাসে মুর্শিদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলন। তার আগেই গত রবিবার এই তালিকা প্রকাশ করা হয় যেখানে তন্ময়ের পাশাপাশি রবীন দেব, আব্দুল হাই এবং নিরাপদ সর্দারের নামও রয়েছে। তবে তন্ময়ের নাম উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় দলের মধ্যে নানা বিষয়ে প্রশ্ন উঠছে।
অনেকেরই প্রশ্ন, সাসপেন্ড হওয়ার পর কিভাবে আবার কমিটিতে স্থান পেলেন। এই বিষয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, তন্ময় আগেও ডিওয়াইএফআইয়ের নেতা ছিলেন এবং সংগঠনের নিয়মেই এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। তিনি এই সংগঠনের প্রাক্তনী।