উপমার বদলে বিরিয়ানি চাই,খুদের আবদারে উদ্বেল নেট দুনিয়া

দেশ

নিউজ পোল ব্যুরো: একটানা উপমা খেয়ে চলে এসেছে একঘেয়েমি। মেনুতে বদল আনার জন্য এবার খুদে পড়ুয়ার আবদার বিরিয়ানি আর চিকেন ফ্রাইয়ের। কেরলের একটি অঙ্গনওয়ারি কেন্দ্রে খুদে পড়ুয়ার অদ্ভুত আবদার রীতিমত ভাইরাল সোশাল মিডিয়ায়। কেরলের স্বাস্থ্য ও শিশু এবং নারীকল্যাণ মন্ত্রী বীণা জর্জ সেই আবদার শোনার পর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার কথা জানিয়েছেন। তবে খুদে পড়ুয়ার এই ভিডিওটি ভাইরাল হতেই অনেকেই তার এই আবদারের সঙ্গে একমত হয়ে তাকে বিরিয়ানি খাওয়ানোর প্রস্তাব দেন।

ছোট শিশুটি শঙ্কু। শঙ্কুর কথায়,’আমি উপমা খাবো না,বিরিয়ানি আর চিকেন ফ্রাই খেতে চাই।’ শিশুটির এই নিষ্পাপ আবদার অনেকেই হাস্যরসের ছলে মন্তব্য করতে থাকেন। শঙ্কুর মা জানান, ছেলের এই আবদারের ভিডিও ভাইরাল হতেই অনেকেই তাকে বিরিয়ানি খাওয়ানোর প্রস্তাব জানিয়েছেন। তবে ভিডিওটি যখন রাজ্য স্বাস্থ্য এবং শিশু ও নারীকল্যাণ মন্ত্রী বীণা জর্জের কাছে পৌঁছয় তখন তিনি বিষয়টিকে বিবেচনা করে দেখেন।

মন্ত্রী জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশুদের জন্য পুষ্টিকর খাবারের মেনু প্রদান করা হয়েছে এবং সেই মেনুতে ডিম,দুধ সহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্য উপাদানে রাখা হয়েছে। তবে শঙ্কুর আবদারের পর মেনুর বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে জানিয়েছেন তিনি। তবে মেনুতে বিরিয়ানি যোগ হবে নাকি কোনো পুষ্টিকর খাদ্য যোগ করা হবে তা নিয়ে চলছে আলোচনা।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশুরা যে পুষ্টিকর খাবার পায় সেটা নিশ্চিত করতে সরকার সচেতন থাকে। কিন্তু এই প্রথম কোনো শিশুর মুখে আসা খাবারের নাম এত গুরুত্ব সহকারে শোনা হল। শঙ্কুর আবদার মেনেই কি খাবারের মেনুতে বিরিয়ানি রাখা হবে? এই প্রশ্ন এখন অনেকের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।