Kumbh Mela: কুম্ভ থেকে ফেরার পথেই সব শেষ

দেশ

নিউজ পোল ব্যুরোঃ পূণ্যলাভের আশায় পাড়ি দিয়েছিলেন মহাকুম্ভে (Kumbh Mela) কিন্তু সর্বনাশ খণ্ডানো বোধহয় ছিলনা ভবিতব্যে। ফেরার পথেই সব শেষ, ঘটনাস্থলেই মৃত-৬। এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও যেনো বুঝিয়ে দিল বিপদ কপালে থাকলে কোনওভাবেই মেলেনা রেহাই। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে (Kumbh Mela) । যেখানে কুম্ভমেলা থেকে ফেরার পথেই টুকরো টুকরো হয়ে গেল গাড়ি। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনজন এবং ঘটনাস্থলেই তৎখনাৎ মৃত্যু হল ছয় জনের। ট্রাক ডিভাইডার পার হয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় বলে খবর।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাটি হাটি নালা থানার অধীনে রানি তালির কাছে ঘটে। স্থানীয়দের কথা অনুযায়ী ছত্তিশগড় থেকে আসা একটি ট্রাক ও একটি গাড়ির মধ্যে ভয়ংকর সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে যায় গাড়িটি। তৎক্ষণাৎ ঘটনা স্থলে ছটফট করতে করতে মৃত্যু হয় ৬ জনের। দুর্ঘটনার পরে আরো তিনজনকে উদ্ধার করা হয়।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:  https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/

প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটি হঠাৎ লেন পরিবর্তন করে এবং ডিভাইডার পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। পুলিশ সূত্রে খবর, মৃতরা সকলেই মহাকুম্ভ থেকে ফিরছিলেন। ঘটনার পর পুলিশের তরফ থেকে তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয় দেহগুলিকে।

পরবর্তীতে সমস্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে আহতদের সমস্ত চিকিৎসা সুবিধা প্রদান করার আশ্বাস দেওয়া হয়। গাড়িতে থাকা ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার কারণ।

আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক

স্থানীয় প্রশাসনের তরফ থেকে আহতদের সমস্ত চিকিৎসা সুবিধা প্রদান করার আশ্বাস দেওয়া হয়। গাড়িতে থাকা ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার কারণ।