হাতির তাণ্ডব, কাঁচালঙ্কাই একমাত্র রক্ষাকবচ

রাজ্য

নিউজ পোল ব্যুরো: হাতির তাণ্ডবে নাজেহাল গ্রামবাসী, শেষমেষ কাঁচালঙ্কার লক্ষণ রেখায় বাজিমাত। হাতির কবল থেকে আলুকে বাঁচাচ্ছে লঙ্কা, ভাবছেন এ কেমন কথা? আসলেই সত্যি হচ্ছে এই ঘটনা ডুয়ার্সের লোকালয়ে।

সেখানে প্রায়শই আলুর খেতে ঢুকে পড়ে হাতি, ক্ষতি করে বেরিয়ে যায় জমির। কিন্তু এই সমস্যার সমাধান মিল ছিল না কিছুতেই। মূলত খাবারের সন্ধানেই হাতির পাল ঢুকে পড়তো এবং নষ্ট করতো ক্ষেতের শস্য। যার ফলে দিনের পর দিন আলু রক্ষা করা আরও বেশি কঠিন হয়ে উঠছিল চাষীদের কাছে। বিশেষ করে বহু চাষের ক্ষেতই জঙ্গলের লাগোয়া এলাকা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছিল দিন দিন। তাই আলু বাঁচাতে শেষমেষ আলু ক্ষেতের চারধার দিয়ে ডুয়ার্সের কৃষকরা লঙ্কার গাছ লাগাচ্ছেন, যা দেখতে ঠিক লক্ষণ রেখার মতো। ডুয়ার্সের মরাঘাট জঙ্গলের সোনাখালি বিট–এর পার্শ্ববর্তী এলাকায় যেখানে আলু চাষ হচ্ছে সেখানেই ধরা পড়েছে এই ছবি। ক্ষেতের চারধার দিয়ে ঘন করে লাগানো হচ্ছে লঙ্কা গাছের চারা।

কাঁচালঙ্কার ঝাঁঝালো গন্ধেই কাবু হবে হাতি এমনটাই জানিয়েছেন কৃষকরা। কাঁচা লঙ্কাকে এড়িয়ে চলে হাতি যার ফলে এই লঙ্কার জন্যই আলু খেতেও আসতে পারবে না হাতির দল। যার ফলেই এখন গোটা ক্ষেতের ধার জুড়ে চলছে লঙ্কার গণ্ডি ফেলার কাজ। এ বিষয়ে এক কৃষক বলেন, ‘‌বানর আর হাতির উৎপাতে আলু চাষ করতে পারি না। বানর যেমন ক্ষেতে ঢুকে আলু নিয়ে যায় তেমনি হাতি ঢুকে ক্ষেত নষ্ট করে আলু খেয়ে চলে যায়। সেকারণে ‘‌শিউলি’‌ নামে এক বিশেষ প্রজাতির লঙ্কা চাষ করছি। যাতে ক্ষেতে হাতি না ঢুকতে পারে।’‌

এই পদ্ধতির ফলে হাতির তাণ্ডব আটকানো গেলে উপকৃত হবে আলু চাষের জমিগুলি। বিশেষত ডুয়ার্সের ময়নাগুড়ি, ধূপগুড়ি এলাকার চাষ জমিগুলিকে বাঁচানো সম্ভব হবে হাতির তাণ্ডব থেকে। মূলত এই অঞ্চলগুলির প্রধান অর্থকরী ফসল আলু, সেখানেই দীর্ঘদিন ব্যাঘাত ঘটাচ্ছিল যে সমস্যা এবার তা বন্ধের পথে বলে আশাবাদী চাষিরা।