সরস্বতী পুজোর থিম ‘ননি ছিঃ’

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি: ওড়িশার সম্বলপুরের জনপ্রিয় ভাইরাল গান ‘ননি ছিঃ’ এবার থিম হয়ে ধরা দিল হুগলির মগরার সূর্যোদয় সংঘের সরস্বতী পুজোয়। গানটির আবেগঘন গল্প এবং বাস্তবতার ছোঁয়া ছুঁয়ে গিয়েছে সাধারণ মানুষের মন, যা এবার পুজোর মণ্ডপে জীবন্ত হয়ে উঠেছে। গানটির মূল গল্প এক দরিদ্র যুবককে কেন্দ্র করে, যাঁকে প্রেমিকার পরিবার শুধুমাত্র আর্থিক অবস্থার জন্য প্রত্যাখ্যান করে। পরিস্থিতির চাপে কাজের সন্ধানে বেরিয়ে শেষে যুবক যখন ঘরে ফেরে, তখন জানতে পারে তাঁর প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সেই হৃদয়বিদারক মুহূর্তে সে গেয়ে ওঠে…
“ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ”

এই মর্মস্পর্শী গানটি ওড়িশার সম্বলপুর থেকে ভাইরাল হয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। গানটি নিয়ে অসংখ্য মিম, রিল এবং ইউটিউবে রেকর্ডসংখ্যক ভিউ দেখা গিয়েছে। এবার সেই আবেগ, সেই কাহিনী থিম হয়ে ধরা দিল মগরার সরস্বতী পুজো মণ্ডপে। থিমে বাস্তবতার ছোঁয়া, অভিনয়ে স্থানীয় শিল্পীরা মগরার সূর্যোদয় সংঘের সরস্বতী পুজোর মূল আকর্ষণ ‘ননি ছিঃ’ থিম মন্ডপ। পুরো পুজো প্রাঙ্গন সাজানো হয়েছে ওড়িশার সম্বলপুরের সেই গ্রামের আদলে যেখানে এই মিউজিক ভিডিওর কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওতে প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন বিভূতি বিশ্বাল।পুজো মণ্ডপে সেই চরিত্রে অভিনয় করেছেন কানাই হাঁড়ি যিনি পেশায় দিনমজুর। ভিডিওর মতো এখানেও কানাইকে নতুন সানগ্লাস পড়ে, কাঁধে লাঠি নিয়ে গ্রামে ফিরতে দেখা গিয়েছে। প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন বিজলি হাঁড়ি। কানাই হাঁড়ি বলেন, ‘শুধু মানুষের বিনোদন নয়, বর্তমানে বাস্তবতাও এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আজকের দিনে অনেক তরুণই চাকরি না পেয়ে বেকার হয়ে বসে আছে। ভবিষ্যতে কী হবে, সংসার কীভাবে চলবে – সেই বাস্তবতাই এই গল্পে উঠে এসেছে।

পুজো কমিটির সম্পাদক গৌরব পাল বলেন, ‘গানটি এতটাই জনপ্রিয় হয়েছে যে আমরা এবারে মন্ডপ তৈরির জন্য এই থীমকেই বেছে নিয়েছি। দর্শকদের আনন্দ দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। পুজোর অন্যতম আকর্ষণ ‘ননি ছিঃ’ গানের লাইভ পারফর্মেন্স। দর্শকদের বিনোদনের জন্য মিউজিক ভিডিওর দৃশ্য মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। ওড়িশার এক সাধারণ প্রেমের গান থেকে এখন সেটি বাংলার সরস্বতী পুজোর অন্যতম চর্চিত থিম। ভাইরাল এই গানের ছোঁয়ায় মগরার সূর্যোদয় সংঘের পুজো এবার সকলের আলোচনার কেন্দ্রে।