নিউজ পোল ব্যুরোঃ নিয়মিত বিদ্যালয়ে আসছে না পড়ুয়া, হয়েছেটা কি? খবর নিতেই বেরিয়ে এলো নির্মম সত্য! তখনও শিক্ষকের প্রতি ভয় কাটেনি জুবুথুবু নাবালিকার। নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন শিক্ষকের বিরুদ্ধে। বহুদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছাত্রী, খবর নিতেই বোঝা গেল শিক্ষকের ভয়েই বাড়িতে রয়েছে সে। কিন্তু কেনো? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই মারাত্মক অভিযোগ আসে তিন শিক্ষকের বিরুদ্ধে।
তিন শিক্ষক মিলে গণধর্ষণ করেছে নাবালিকাকে এমনটাই অভিযোগ করে তাঁর পরিবার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায়। নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস এরইমধ্যে গ্রেফতার করেছে তিন অভিযুক্ত শিক্ষককে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে তাঁদেরকে। গোটা ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকেই তুমুল উত্তেজিত এলাকা। শাস্তির দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ। তামিলনাড়ুতে এই মুহূর্তে উত্তাল পরিবেশ ঘটনার কে কেন্দ্র করে।
পুলিস সূত্রে খবর, এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল নাবালিকা। কেন অনুপস্থিত সেই কারণে প্রথম সন্দেহ হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। এরপরেই বিদ্যালয়ের তরফ থেকে যোগাযোগ করা হয় নাবালিকার পরিবারের সঙ্গে। তখনই নাবালিকার পরিবার সকলের কাছে পরিস্কার করেন বিষয়টি। স্কুলেই গণধর্ষণের শিকার হয়েছে তাঁর মেয়ে এমনটাই বলেন নাবালিকার মা। প্রধান শিক্ষক তৎক্ষণাৎ তার মাকে পুলিসে লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। সেইমতই পরবর্তীতে লিখিত অভিযোগ দায়ের করা হয় তিন শিক্ষকের বিরুদ্ধে। পাশাপাশি, জেলা শিশু সুরক্ষা আধিকারিকের কাছে যাওয়ারও পরামর্শ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। লিখিত অভিযোগের পরই দ্রুত তদন্ত শুরু করে স্থানীয় থানার পুলিস। সূত্রের খবর বর্তমানে ওই নাবালিকা চিকিৎসারত অবস্থায় ভর্তি রয়েছে হাসপাতালে।