‘কোই মিল গয়া’র জাদু আসলে কে?

আন্তর্জাতিক দেশ বিনোদন

নিউজ পোল বিনোদন ব্যুরো : ২০০৩ সালে মুক্তি পাওয়া হৃত্বিক রোশন, প্রীতি জিন্টা ও রেখা অভিনীত সুপারহিট ছবি ‘কোই মিল গয়া’ ভারতীয় দর্শকদের মনে আজও গেঁথে রয়েছে। ছবির অন্যতম আকর্ষণ ছিল সেই ভিনগ্রহী ‘জাদু’, যে তাঁর বিশেষ ক্ষমতা দিয়ে রোহিতের (হৃত্বিক) জীবন বদলে দেয়। কিন্তু অনেকেই জানেন না, সেই নীলচে রঙের বড় মাথাওয়ালা ভিনগ্রহীর চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, তিনি একজন দক্ষ হলিউডি অভিনেতা!

‘জাদু’-কে আমরা ছবিতে ভিনগ্রহী চরিত্র হিসেবেই দেখেছি, কিন্তু তাঁর ভিতরে যিনি ছিলেন, তাঁর আসল নাম ইন্দ্রবদন পুরোহিত। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত হলিউড অভিনেতা এবং স্টান্টম্যান। অবাক করা বিষয় হল, তিনি শুধু ‘কোই মিল গয়া’তেই অভিনয় করেননি, বরং ৩০০-র বেশি আন্তর্জাতিক সিনেমা ও টিভি সিরিজে কাজ করেছেন! ‘কোই মিল গয়া’ ছবির জন্য এমন একজন অভিনেতার প্রয়োজন ছিল, যিনি ছোটখাট গড়নের হবেন এবং সহজেই ভিনগ্রহীর কস্টিউমের মধ্যে অভিনয় করতে পারবেন। সেই সময় ফ্রান্সের একটি সংস্থা জাদুর কস্টিউম ডিজাইন করেছিল, আর পরিচালক রাকেশ রোশন এমন একজনকে খুঁজছিলেন, যিনি সেই চরিত্রের ভেতরে প্রাণ দিতে পারবেন।

ইন্দ্রবদন পুরোহিত ছিলেন পারফেক্ট চয়েস। তিনি একজন অভিজ্ঞ মুভি স্টান্টম্যান এবং হলিউডে ছোটখাট চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ছিল। তাঁর উচ্চতা মাত্র ৪ ফুট, যা ‘জাদু’ চরিত্রের জন্য একেবারে উপযুক্ত ছিল। ‘কোই মিল গয়া’ মুক্তির পর জাদু চরিত্রটি বিপুল জনপ্রিয় হয়। শিশু থেকে বড়, সকলের মনে জাদুর হাসি, তাঁর বিশেষ ক্ষমতা, রোহিতের সঙ্গে বন্ধুত্ব—সব কিছুই জায়গা করে নেয়। এই চরিত্রটি এতটাই বিখ্যাত হয়েছিল যে, ছবির সিক্যুয়েল ‘কৃষ’-এও অনেকে জাদুকে ফেরানোর দাবি তুলেছিল।

অন্যদিকে, ইন্দ্রবদন পুরোহিত হলিউডে তাঁর কেরিয়ার আরও এগিয়ে নিয়ে যান। তিনি ‘চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’, ‘হ্যারি পটার’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর মতো জনপ্রিয় ছবিতে বিভিন্ন ছোট চরিত্রে কাজ করেছেন। এছাড়াও, তিনি বহু ছবিতে বডি ডাবল হিসেবে কাজ করেছেন, বিশেষ করে ছোট গড়নের চরিত্রগুলোর জন্য। ইন্দ্রবদন পুরোহিত বর্তমানে হলিউডেই কর্মরত। স্টান্টম্যান হিসেবে তাঁর অভিজ্ঞতা বিশাল, এবং তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রোজেক্টে যুক্ত আছেন। যদিও ‘কোই মিল গয়া’-তে তাঁর মুখ দেখা যায়নি, তবুও ভারতীয় দর্শকরা তাঁকে আজও ‘জাদু’ বলেই মনে রাখেন। ‘জাদু’ শুধু পর্দার এক কাল্পনিক চরিত্র নয়, বরং বাস্তবেও এটি আমাদের শৈশবের অন্যতম সুন্দর স্মৃতি। ইন্দ্রবদন পুরোহিতের অনবদ্য অভিনয় সেই স্মৃতিকে চিরস্মরণীয় করে রেখেছে!