নিজস্ব প্রতিনিধি: শীত ধীরে ধীরে বিদায় নেওয়ার পথে, তবে তার খামখেয়ালিপনা এখনও বজায় রয়েছে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সূর্য ডোবার পর হালকা শীতের আমেজ ফিরছে। তাপমাত্রার ওঠানামা অব্যাহত, আর সেই সঙ্গেই আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে নতুন পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে, যেমনটা বুধবার দেখা গিয়েছিল। তবে শুক্রবার থেকে তাপমাত্রার পারদ ফের নামতে শুরু করবে এবং সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবারে তা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন সবচেয়ে বেশি চোখে পড়বে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের আকাশে ঘন কুয়াশা দেখা যাবে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা ৫০ মিটারেরও নিচে নেমে আসতে পারে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কুয়াশার প্রভাব তুলনামূলক কম থাকবে। তাপমাত্রার খুব বেশি ওঠানামার সম্ভাবনা নেই, যদিও রবিবারের মধ্যে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
আবহবিদরা আগেই জানিয়েছিলেন যে চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই শীত বিদায় নেবে। এবারও পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের স্বাভাবিক প্রবাহ বারবার বাধার সম্মুখীন হয়েছে। তবে বর্তমানে একটি নতুন ঝঞ্ঝা এলেও তা সরে যাচ্ছে, ফলে উত্তরের দিক থেকে শীতল বাতাস ফের প্রবেশ করতে শুরু করবে। এর ফলেই সপ্তাহান্তে পারদ পতনের পূর্বাভাস মিলেছে। বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫.৭ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম।বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬% এবং সর্বনিম্ন ৪৪%। আজ, বৃহস্পতিবার সকালেও ঘন কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।
শীত বিদায়ের দিন গোনা শুরু হলেও, আগামী কয়েকদিনের জন্য তাপমাত্রার ওঠানামার খেলা চলতে থাকবে। বিশেষ করে সপ্তাহান্তে পারদ ফের নামবে, যা দক্ষিণবঙ্গে খানিকটা শীতের অনুভূতি ফিরিয়ে আনবে। তবে শীতের চূড়ান্ত বিদায় এখন কেবল সময়ের অপেক্ষা।