নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজি কর (R G Kar) কাণ্ড নিয়ে ফের কলকাতা হাই কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে আরজি কর (R G Kar) কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নাকচ করে দিল আদালত। আজ শুক্রবার রাজ্যের দায়ের করা মামলা গ্রহণ করল না হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থার অর্থাৎ সিবিআইয়ের।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/uVvk1b9UKnk
উল্লেখ্য, শিয়ালদহ কোর্টে আরজি কর কাণ্ডে অভিযুক্ত হিসেবে সিবিআইয়ের দায়ের করা চার্জশিট ও তথ্য প্রমাণ খতিয়ে দেখে রায় দিয়েছিল এই মামলায় দোষী সঞ্জয় রায়। দোষী সাব্যস্ত করার পর তার আমৃত্যু যাবজ্জীবন কারদণ্ডের আদেশও দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে মামলা দায়ের করে রাজ্য। পরে একই আবেদন জানিয়ে মামলা দায়ের করে সিবিআইও। সেই দু’টি মামলার বিষয়েই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই। তবে এক্ষেত্রে সিবিআইয়ের আবেদন গ্রহণযোগ্য।
এই মামলায় সিবিআইয়ের বক্তব্য ছিল যে, রাজ্য সরকার এই মামলা করতে পারে না। কারণ তদন্তের ভার ছিল সিবিআইয়ের হাতে, তাই এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তাদেরই। অপরদিকে, এই বিষয়ে নির্যাতিতার পরিবারের বক্তব্য ছিল তাঁরা সঞ্জয় রায়ের ফাঁসি চান না। এই প্রেক্ষিতে কার মামলা গ্রহণযোগ্য তা নিয়ে দেখা দেয় রাজনৈতিক তরজা। শেষমেষ, রাজ্যের আবেদনকে নাকচ করে দিয়ে সিবিআইয়ের আবেদনকেই প্রাধান্য দিল আদালত। এদিন হাই কোর্টে এই মর্মে শেষ হয় সওয়াল জবাব। তবে রায়দান স্থগিত রেখেছে আদালত।